রাজনীতি করা বন্ধ করুন, করোনা মোকাবিলায় কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ মুখ্যমন্ত্রীর
`ভয় পাবেন না। করোনার বিরুদ্ধে আমরা জিতবই। এর আগে আরও অনেক কঠিন লড়াইয়ে আমরা জিতেছি। এটাতেও জিতব।`
নিজস্ব প্রতিবেদন: "এই পরিস্থিতিতে রাজনীতি করা বন্ধ করুন। এটা রাজনীতি করার সময় নয়।" নবান্নে সাংবাদিক বৈঠকে নাম না করে বিজেপিকে তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি করোনা মোকাবিলায় কেন্দ্রের কাছ থেকে পুরোপুরি সাহায্য মিলছে না বলে ক্ষোভ উগরে দেন।
মুখ্যমন্ত্রী বলেন, "করোনা মোকাবিলায় রাজ্য সর্বোতভাবে কাজ করার চেষ্টা করছে। কাজ করতে গেলে কিছু ভুলভ্রান্তি হয়। যারা কাজ করে তাদেরই ভুল হয়। জল তুলতে গেলে এক মগ জল পড়ে যেতেই পারে, তা নিয়ে দোষ ধরলে চলবে না।"
তিনি জানান, এই পরিস্থিতিতে রাজ্য রেশন পরিষেবা, স্বাস্থ্য পরিষেবা স্বাভাবিক রাখা হয়েছে। গোটা রাজ্য ক্ষতির মুখে, তারপরও রাজ্য আগামী ২ মাসের পেনশন দিচ্ছে, বেতন ঠিকভাবে দেওয়ার চেষ্টা করছে। কলকাতা পুলিসের ভূয়সী প্রশংসা করেন তিনি। কলকাতা পুলিস প্রত্যেকদিন ৫০ ইউনিট রক্ত দিচ্ছে।
আইনশৃঙ্খলার পাশাপাশি রক্তসঙ্কট মেটাতে কলকাতা পুলিস যেভাবে রক্তদান শিবিরের আয়োজন করেছে, তার কৃতিত্ব স্বীকার করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, "বাংলা পুলিসের এই ভূমিকা মডেল।"
"৫ এপ্রিল শক্তি প্রদর্শনের দিন, রাত ৯টায় ন' মিনিট ঘরের আলো বন্ধ রেখে জ্বালান মোমবাতি, টর্চ"
মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সবরকম ব্যবস্থা নিচ্ছে। করোনা মোকাবিলায় সময় না দিয়ে লকডাউন ঘোষণা করা হয়েছে। ফলে সব স্বাভাবিক হতে একটু সময় লাগবে। কিছু ক্ষেত্রে সময় লাগতেই পারে।
তবে এদিন রাজ্যবাসীদের আরও মানবিক হওয়ার আবেদন জানান তিনি। মুখ্যমন্ত্রী বলেন, "এলাকায় করোনা হাসপাতাল তৈরিতে বাধা দেবেন না। করোনায় মৃতদের সত্কার করতে আপত্তি হয়।" সাগরদত্ত হাসপাতালে কেন করোনা রোগীদের চিকিত্সা হবে না, তা নিয়ে ক্ষোভ উগরে দেন তিনি। মুখ্যমন্ত্রীর কথায়, "সরকার ঠিক করবে কোন কোন হাসপাতালে করোনা রোগীদের চিকিত্সা হবে। বাধা দিলে মহামারি আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।" এমআর বাঙুরে করোনার চিকিত্সা হচ্ছে বলে জানান তিনি।
পরিসংখ্যান দিয়ে তিনি জানান, রাজ্যে করোনা আক্রান্তের অনেকেই সুস্থ হচ্ছেন। বৃহস্পতিবার তিন জন সুস্থ হয়েছেন, শুক্রবার আরও ৯ জন বেরোবেন। মোট ১২ জন সুস্থ হয়েছেন।
পরিসংখ্যান দিয়ে মুখ্যমন্ত্রী জানান,
_রাজ্যে অ্যাকটিভ করোনা আক্রান্ত ৩৮
_৩২১৮ মানুষ হোম কোয়ারেন্টিনে থেকে বেরিয়েছেন
_রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৪ জন
_রাজ্যে ৫৯ টি কোভিড হাসপাতাল তৈরি হয়েছে
_রাজ্যে ২০৬টি কোয়ারেন্টিন সেন্টার রয়েছে
_রাজ্যে হোম কোয়ারেন্টিন ৫২ হাজার
লকডাউন মানার জন্য রাজ্যবাসীর কাছে আবেদন করেন তিনি। আর একবার বলেন, "ঘরের বাইরে অযথা কেউ বেরোবেন না। ঘরে থাকুন। ঘরই আপনার জন্য সবচেয়ে নিরাপদ জায়গা। বাজার করতে গিয়ে দূরত্ব বজায় রাখুন। সামাজিক দূরত্ব বজায় রাখুন।"
রাজ্যবাসীর মনের জোর বাড়াতে মুখ্যমন্ত্রী বলেন, "ভয় পাবেন না। করোনার বিরুদ্ধে আমরা জিতবই। এর আগে আরও অনেক কঠিন লড়াইয়ে আমরা জিতেছি। এটাতেও জিতব।"