Mamata Banerjee: `শান্তিরক্ষা বাহিনী পাঠানো হোক`, বাংলাদেশ ইস্যুতে কেন্দ্রের হস্তক্ষেপের দাবি মমতার!
`প্রধানমন্ত্রীকে বলছি আপনারা বিবৃতি দিয়ে জানান। আমাদের লোকেদের ফিরিয়ে দিতে চাইলে আমরা তাদের এখানে ব্যবস্থা করে দেব। আমি খেতে পেলে তারাও পাবে। জাতীয় পতাকার অপমান এভাবে হতে পারে না`।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'শান্তিরক্ষা বাহিনী পাঠানো হোক'। বিধানসভায় এবার বাংলাদেশ নিয়ে সরব হলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, 'বাংলাদেশ নিয়ে যা বলার, কেন্দ্র বলবে। বাংলাদেশ নিয়ে চুপ ভারত সরকার। রাষ্ট্রসঙ্ঘের সঙ্গে কথা বলুন প্রধানমন্ত্রী বা বিদেশমন্ত্রী'।
আরও পড়ুন: Mamata Banerjee: "আমাকে যা ইচ্ছা নামে ডাকতে পারেন, আমার কিছু যায় আসে না!"
অশান্ত বাংলাদেশ। সেই অশান্তি আঁচ এসে পড়েছে এপার বাংলাতেও। এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, 'আমাদের বন্ধুবান্ধব, আত্মীয়স্বজনের ওখানে সম্পত্তি আছে, পরিজন আছে। এপারে থাকে, ওপারে ছেলেমেয়ের বিয়ে হয়েছে। তাঁদের অফিসিয়াল পাসপোর্ট আছে। বেআইনি অনুপ্রবেশ নিয়ে বলছি না। সেটা কেন্দ্রের বিষয়। এখানে কেন্দ্র সরকার যা করে তাই মেনে নিই'। তাঁর কথায়, '১০ দিন ধরে দেখছি কেন্দ্রের সরকার চুপ করে আছে। তাদের দল বলছে, সীমান্ত আটকে দেব, খাবার পাঠাতে দেব না। কেন্দ্র একমাত্র বললে আমরা এটা করতে পারি। কোনও ধর্ম, কোনও বর্ণ-জাতি অত্যাচারিত হলে আমরা বলতেই পারি। তারা সুস্থ থাক। কিন্তু চাইব আমাদের লোকেদের উপর যাতে কোনও অত্যাচার না হয়'।
সংসদে এখন শীতকালীন অধিবেশন চলছে। মুখ্যমন্ত্রী বলেন,'প্রধানমন্ত্রীকে বলছি আপনারা বিবৃতি দিয়ে জানান। আমাদের লোকেদের ফিরিয়ে দিতে চাইলে আমরা তাদের এখানে ব্যবস্থা করে দেব। আমি খেতে পেলে তারাও পাবে। জাতীয় পতাকার অপমান এভাবে হতে পারে না। কেন্দ্রের কাছে প্রস্তাব পাঠাচ্ছি। দরকারে ওই দেশে কেন্দ্র সরকার প্রতিনিধি পাঠাক। কেন্দ্র রাষ্ট্রসংঘের কাছে আবেদন করুক, শান্তিরক্ষা বাহিনী পাঠানোর জন্য'।
আরও পড়ুন: Humanoid Robot: 'অমর' হবে মানুষ? মানুষকে চিরকাল বাঁচিয়ে রাখবে হিউম্যানয়েড রোবট! জানুন, কীভাবে...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)