নিজস্ব প্রতিবেদন : নিছকই শুধু সৌজন্য সাক্ষাত্? নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও রাজনৈতিক অঙ্ক? পাম অ্যাভিনিউয়ের বাড়িতে বুদ্ধ-মমতা ৪০ মিনিটের চা-বৈঠক ঘিরে এখন উত্তর খুঁজতে ব্যস্ত বাংলার রাজনৈতিক মহল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৬টা নাগাদ বুদ্ধদেব ভট্টাচার্যের পাম অ্যাভিনিউয়ের বাড়িতে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আসতে পারেন বলে, আগাম কোনও খবর কারোর কাছেই ছিল না। এদিন সন্ধ্যায় আচমকাই প্রাক্তনের বাড়িতে গিয়ে উপস্থিত হন বর্তমান। ঘনিষ্ঠ সূত্রে খবর, বুদ্ধদেববাবুর বাড়িতে চা খান মমতা বন্দ্যোপাধ্যায়। চা সহযোগেই চলে বিভিন্ন বিষয় নিয়ে আলাপচারিতা। প্রায় ৪০ মিনিট বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়িতে থাকেন মমতা। তারপর বেরিয়ে গাড়িতে উঠে যান মুখ্যমন্ত্রী।


আরও পড়ুন, "তৃণমূল-বিজেপি বোঝাপড়া হয়েছে পঞ্চায়েতে", পার্থকে একহাত নিয়ে দাবি বিমানের


তবে এই সাক্ষাতের পিছনে কোনওরকম রাজনৈতিক অঙ্কের সম্ভাবনার কথা সমূলে খারিজ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাম অ্যাভিনিউয়ের বাড়ির বাইরে অপেক্ষারত সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে মমতা স্পষ্ট জানান, এটা নিছকই সৌজন্য সাক্ষাত। দীর্ঘদিন ধরেই বিভিন্ন শারীরিক সমস্যায় অসুস্থ রয়েছেন 'বুদ্ধদেববাবু'। তিনি তাই তাঁর শরীর-স্বাস্থ্যের খোঁজ নিতে এসেছিলেন।


একইসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এখন শারীরিকভাবে অনেকটাই সুস্থ রয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য। এদিন তাঁদের মধ্যে বিভিন্ন বইয়ের বিষয়ে কথা হয় বলেও জানান মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, মার্চ মাসের শুরুতেই বুদ্ধদেব ভট্টাচার্যের জন্মদিনে তাঁকে টুইটারে শুভেচ্ছা  জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, সেদিন পাম অ্যাভিনিউয়ের বাড়িতে পৌঁছে গিয়েছিল ফুল-মিষ্টি-কেকও