Mamata Banerjee: সাগরদিঘিতে হারের জের! সংখ্যালঘু উন্নয়ন দফতর দেখবেন মুখ্যমন্ত্রী নিজেই
সরিয়ে দেওয়া হল সংখ্যালঘু উন্নয়মন্ত্রী গোলাম রব্বানিকে। শুধু তাই নয়, সংখ্যালঘু উন্নয়ন পর্ষদ গঠনের সিদ্ধান্ত নেওয়া হল রাজ্য় মন্ত্রিসভার বৈঠকে।
সুতপা সেন: রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন দফতর এবার দেখবেন মুখ্যমন্ত্রী নিজেই! সরিয়ে দেওয়া হল দফতরের মন্ত্রী গোলাম রব্বানিকে। শুধু তাই নয়, সংখ্যালঘু উন্নয়ন পর্ষদ গঠন করল রাজ্য।
ব্যবধান মাত্র ২২ মাসের। একুশের বিধানসভা নির্বাচনের পর এবার সাগরদিঘি কেন্দ্রটি হাতছাড়া হল তৃণমূলের। উপনির্বাচনে জিতে বিধায়ক পদে শপথ নিয়েছেন বাম-কংগ্রেস জোটপ্রার্থী বাইরন বিশ্বাস।
এদিকে সাগরদিঘিতে তৃণমূলের হারের কারণ খুঁজতে অন্তর্তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্য়মন্ত্রী। চলতি মাসে গোড়ায় রাজ্য মন্ত্রিসভার বৈঠক হয়েছিল বিধানসভায়। সূত্রের খবর, সেই বৈঠক শেষে সাগরদিঘিতে হারের প্রসঙ্গ তোলেন মমতা। জানতে চান, 'গত ১২ বছরে সংখ্যালঘুদের জন্য় প্রচুর কাজ হয়েছে। তারপরেও কেন সাগরদিঘির এই হাল? কোথায়, কোথায় কেন ক্ষোভ'? সংখ্যালঘু এলাকায় নজর দেওয়ারও নির্দেশ দেন।
আরও পড়ুন: Mamata Banerjee: রাষ্ট্রপতিকে মঞ্চে বসিয়ে সংবিধান রক্ষার আর্জি মমতার....
ব্যবধান সপ্তাহ দুয়েকের। এদিন রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সংখ্যালঘু উন্নয়নমন্ত্রী গোলাম রব্বানিকে সরানো সিদ্ধান্ত ঘোষণা মুখ্যমন্ত্রী। জানান, এবার থেকে দফতরটি তিনি নিজেই দেখবেন। প্রতিমন্ত্রীর দায়িত্বে থেকে থাকবেন তাজমূল হোসেন।
এদিকে বকেয়া DA নিয়ে আন্দোলন চলছে এখনও। রাজ্য সরকারি কর্মীদের জন্য এবার বাড়তে চলেছে অ্যাডহক বোনাস। কত? আগে ছিল ৪,৮০০ টাকা,এখন হল ৫,৩০০ টাকা।