সুতপা সেন: বাকি আর ৩ মাস। চলতি মাসেই দুর্গাপুজোর প্রস্তুতি বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী। কবে? আগামী মঙ্গলবার। পুজো উদ্যোক্তারা তো বটেই, বৈঠকে হাজির থাকবেন কলকাতা পুলিস, পুরসভা ও রাজ্য সরকারের বেশ কয়েকটি দফতরের প্রতিনিধিরাও। সূত্রের খবর তেমনই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:  Kolkata: নিউটাউনের জনবহুল এলাকায় ঝোপের মধ্যে মিলল কঙ্কাল! জোর চাঞ্চল্য...


এবছর মহালয়া ২ অক্টোবর। ৯ তারিখ ষষ্ঠী। সেদিন থেকে আনু্ষ্ঠানিকভাবে শুরু হয়ে যাবে পুজো। ফলে অগাস্ট ও সেপ্টেম্ব মাসে শারদোত্‍সবের আয়োজনে ব্যস্ত হয়ে পড়বেন শহরের পুজো উদ্যোক্তারা। সেকারণেই এবার জুলাই মাসের প্রস্তুতি বৈঠকে সেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী।


প্রতিবছর পুজোর এই প্রস্তুতি বৈঠক করেন মুখ্যমন্ত্রী। ব্য়তিক্রম ঘটছে না এবছরও। প্রতিবছর এই বৈঠক থেকেই বারোয়ারি পুজো কমিটির সরকারি অনুদান থেকে শুরু করে বিদ্যুতের বিল সংক্রান্ত সিদ্ধান্ত ঘোষণা করে থাকেন মুখ্যমন্ত্রী। এ বারও তেমন ঘোষণা করা হতে পারে  বলে মনে করা হচ্ছে। 


গত বছর পুজোর প্রস্তুতি বৈঠক হয়েছিল অগাস্টে। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সেই বৈঠক থেকে ক্লাবগুলির পুজো অনুদান ৬০ হাজার থেকে বাড়িয়ে ৭০ হাজার টাকা করার কথা ঘোষণা করেছিলেন মু্খ্যমন্ত্রী।  সঙ্গে বার্তা, 'কাউন্সিলরদের বলব, এলাকায় সতর্ক থাকবেন। ক্লাবে ক্লাবে সংঘর্ষ করবে না'।


স্রেফ ক্লাবগুলিকে পুজো অনুদানই নয়, তৃণমূল জমানায় সরকারি ভাতা পান ইমাম ও পুরোহিতরাও। গত বছর পুজোর প্রস্তুতি বৈঠকে মুখ্যমন্ত্রী বলেছিলেন,  'অনেকে বলে ইমাম, পুরোহিতরা কেন ভাতা পাবে? জানেন, ওরা কত কাজ করে! কেন পুজোয় ক্লাবগুলি টাকা পায়? কারণ, তারা সচেতনতা বাড়ায়। এটা নয় যে, ক্লাবগুলি কিনছে টাকা দিয়ে। প্রথমবার ২৫ হাজার দিয়েছিলাম। কোভিডের জন্য ৫০ করে দিই।  সরকারের কিন্তু টাকা নেই। ৬০ হাজারটাতে বাড়িয়ে সত্তর হাজার করলাম'। 


আরও পড়ুন:  Suvendu Adhikari:'সবকা সাথ সবকা বিকাশ চাই না'! ভাষণ-বিতর্কে এবার পাল্টা সাফাই শুভেন্দুর...



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)