ওয়েব ডেস্ক : নানা খাতে বারবার টাকা। স্কুল ফি থেকে চড়া ডোনেশন নিয়ে, স্কুলগুলিকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। জলের মতো ফি নেওয়া হচ্ছে। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলির সঙ্গে বৈঠকে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রীর। অভিযোগ বেশ কিছু নামী স্কুলের বিরুদ্ধেও। মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের।    


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আজ টাউন হলে বেসরকারি স্কুলগুলির সঙ্গে বৈঠকে বসেছেন মুখ্যমন্ত্রী। মোটা অঙ্কের স্কুল ফি আর ডোনেশন মিলিয়ে হাঁসফাঁস অবস্থা। তাতেই লাগাম টানতে উদ্যোগী মুখ্যমন্ত্রী। টাউন হলে আজকের বৈঠকে উপস্থিত ৫০টি স্কুল, ৮টি বিশ্ববিদ্যালয় ও বেশ কয়েকটি বেসরকারি কলেজ কর্তৃপক্ষ। রয়েছে বেসরকারি কলেজ, বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন স্কুলগুলিকে নিয়ে তৈরি বিভিন্ন সংগঠনও। উপস্থিত রয়েছেন ক্রিস্টান মিশনারিজের আর্চ বিশপরাও।


আরও পড়ুন, কাবুলে ভারতীয় দূতাবাসের সামনে ভয়াবহ বিস্ফোরণ, লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা