কাবুলে ভারতীয় দূতাবাসের সামনে ভয়াবহ বিস্ফোরণ, লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা
কাবুলে ভারতীয় দূতাবাসের সামনে বিস্ফোরণ। ৮০ জনের মৃত্যুর আশঙ্কা। আহত প্রায় ৩৫০। আহতদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।
ওয়েব ডেস্ক : কাবুলে ভারতীয় দূতাবাসের সামনে বিস্ফোরণ। ৮০ জনের মৃত্যুর আশঙ্কা। আহত প্রায় ৩৫০। আহতদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।
Afghan Ministry of Health says nearly 80 killed and 350 wounded in Kabul blast: Afghanistan media
— ANI (@ANI_news) May 31, 2017
তবে এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, মৃতদের মধ্যে কোনও ভারতীয় নেই। বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ জানিয়েছেন, ভারতীয় দূতাবাসের সব কর্মী সুরক্ষিত আছেন। সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে দূতাবাস। আজ সকালে কাবুলে হাই সিকিওরিটি জোনে গাড়ি বোমা বিস্ফোরণ ঘটে। তার জেরে ভেঙে চুরমার হয়ে যায় দূতাবাসের কাচের জানলা।