সুতপা সেন: বাংলাকে ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিতে ফের সরব মুখ্যমন্ত্রী। প্রামাণ্য গবেষণাপত্র-সহ এবার চিঠি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:  Mamata Banerjee: রামমন্দির উদ্বোধনের দিন কলকাতায় সংহতি মিছিল, ঘোষণা মমতার..


ব্যবধান দিন পাঁচেকের। বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দেওয়ার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। নবান্নে সাংবাদিক সম্মেলনে তিনি বলেছিলেন, 'তামিল, সংস্কৃত, তেলেগু, মালয়ালাম, ওড়িয়া এগুলি ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃত। বাংলা ভাষার জন্ম ও বিবর্তন হয়েছে আড়াই হাজার বছর ধরে। আমরা প্রামাণ্য গবেষণা করে স্বরাষ্ট্রমন্ত্রকে পাঠাচ্ছি। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দাবি জানাচ্ছি, বাংলাকে ক্লাসিক্যাল ভাষা বা ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য'। কবে? গত বৃহস্পতিবার।


এদিন চার খণ্ডে গবেষণাপত্র নিয়ে ফের সাংবাদিক সম্মেলন করলেন নবান্নে। মুখ্যমন্ত্রী বলেন, 'চার খণ্ডে গবেষণাপত্র দেখাব। বাংলার আড়াই হাজার বছরের ধ্রুপদী ভাষা....এই হচ্ছে গবেষণাপত্র। ক্লাসিকাল ভাষার উপরে যেটা আমরা কাজ করেছি। বাংলাকে ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি দিতে হবে। পাঠিয়ে দিয়েছি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে'।


এদিকে মেট্রোর সম্প্রসারণ নিয়ে ফের কেন্দ্র-রাজ্য সংঘাত। দক্ষিণেশ্বরের স্কাইওয়াক ভেঙে ফেলার প্রস্তাব দিয়েছে রেলমন্ত্রক। মুখ্যমন্ত্রী বলেন, 'রেল বলেছে স্কাইওয়াক ভেঙে ফেলতে হবে। চিঠি দিয়ে জানিয়েছে। ধর্মস্থান নিয়ে এরা বড় বড় কথা বলে। ওরা বলে আমি নাকি দুর্গাপুজো করতে দিই না, সরস্বতী পুজো করতে দিই না'। 


মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি,  'আমার রক্ত থাকতে দক্ষিণশ্বরের স্কাইওয়াক ভাঙতে দেব না। অনেক কষ্ট করে, আটটা থেকে দশটা মিটিং করে, এমনকি মামলা পর্যন্ত করে স্কাইওয়াক করা হয়েছে। ওখানে অনেক হকার ছিল। তাদের বুঝিয়ে, তাদের অন্য জায়গায় স্থান দিয়ে দক্ষিণেশ্বর মন্দিরের যানজট কমিয়েছি। হাজার হাজার, লাখ লাখ পুণ্যার্থী আসে ওখানে। এটা আমার হৃদয়ে এক মণিমুক্তোর মতো'। 


আরও পড়ুন:  Rail News| Dakshineswar Skywalk: রক্ত থাকতে দক্ষিণেশ্বরের স্কাইওয়াক ভাঙতে দেব না, রেলের ফরমানে সাফ কথা মমতার



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)