নিজস্ব প্রতিবেদন: করোনার এই ভয়ঙ্কর সংক্রমণের সময়ে ব্রিগেড যাওয়ার ডাক! শুনলে অবাক লাগবে বইকি! এরকম সময়ে জমায়েত হলে সামাজিক দূরত্ব বজায় থাকবে কীভাবে? সমাবেশে যাবেনই বা কারা? কোন দল ডাকলো! এরকম প্রশ্ন উঠবেই। কিন্তু ব্রিগেড হচ্ছে, আগামিকাল ১৪ জুন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-লকডাউনে সংক্রমণ ঠেকানো যায়নি; আনলকেও সমান দাপট করেনারা, গ্রাফ দিয়ে বোঝালেন রাহুল


না, এই সামাবেশ কোনও রাজনৈতিক দলের নয়, বরং একটি সামাজিক প্রতিষ্ঠানের। আগামিকাল ১৪ জুন বিশ্ব রক্তদাতা দিবস। সেই উপলক্ষে আয়োজন করা হয়েছে রক্তদান শিবির। আয়োজক কফি হাউস সোশ্যাল সার্ভিস অ্যাসোসিয়েশন। সকাল দশটায় রক্তদাতাদের আসতে আহ্বান জানানো হয়েছে। রক্তদান শিবির অনুষ্ঠিত হবে ময়দান মেট্রোর এক নম্বর গেটের পাশে। শিবির চলবে বিকেল চারটে পর্যন্ত।


আরও পড়ুন-দেশের মানচিত্রে ভারতের এলাকা, নতুন ম্যাপের পক্ষে সংবিধান সংশোধনী বিল পাস নেপাল সংসদে


উল্লেখ্য, ‘ব্রিগেডে’র সঙ্গে জড়িয়ে অনেক ইতিহাস। সেই ইতিহাসের বেশির ভাগটাই রাজনীতির। ব্রিগেডের ইতিহাসে যুক্ত হতে চলেছে রক্তদান শিবির। সমাবেশ শুরুর আগে স্যানিটাইজ করা হচ্ছে গোটা জায়গাটা।