ওয়েব ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় IPS অফিসার অপরাজিতা রাইকে নিয়ে মন্তব্য। লালবাজারে ডেকে জিজ্ঞাসাবাদ করা হল বামপন্থী অধ্যাপক ঋদ্ধ চৌধুরীকে। গতকাল সকালে নিজের ফেসবুক ওয়ালে নবান্ন অভিযানে অপরাজিতা রায়ের ভূমিকা নিয়ে একটি পোস্ট করেন ঋদ্ধ চৌধুরী । এরপরই তাঁকে জানানো হয়, তাঁর বিরুদ্ধে সাইবার ক্রাইম আইনে মামলা দায়ের করা হয়েছে। বিকেল ৪টে থেকে লালবাজারে ডেকে টানা জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। এরপর সল্টলেকের ফাল্গুনি আবাসনে তাঁকে নিয়ে আসেন তদন্তকারীরা। সেখানেও তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। সিজ করা হয় তাঁর মোবাইল ফোন এবং কম্পিউটার। রাতেই তাঁর বাড়িতে যান ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সপ্তর্ষি দেব সহ সিপিএমের নেতারা।


কুম্বলের নেতৃত্বাধীন আইসিসির ক্রিকেট কমিটি প্রস্তাব দিল টি টোয়েন্টিতে ডিআরএস চালু করার