নিজস্ব প্রতিবেদন:   সপ্তাহের দ্বিতীয় লকডাউন। শনিবার সকাল থেকেই কড়া পুলিস। শহরের বিভিন্ন প্রান্তে পুলিস পিকেট। বাদ নেই জেলাগুলিও।
সকাল থেকে শহরের রাস্তায় বেরিয়ে নজরে পড়ে ইকোপার্ক থানার পুলিসের তৎপরতা। লকডাউন অমান্যকারীদের লাঠি উচিয়ে তাঁরা করছেন পুলিসকর্মীরা। রাস্তাঘাট শুনশান থাকলেও গলির মুখে জমায়েত চোখে পড়ছে। তা হঠাতে কড়া পুলিস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ধর্মতলা ও পার্কস্ট্রিট এলাকাজুড়ে লকডাউন কার্যকর করতে কড়া কলকাতা পুলিস। চলছে কড়া নজরদারি। পথচলতি মানুষ থেকে আরম্ভ করে বাইকআরোহী,  সাইকেল, প্রাইভেট গাড়িতে যাঁরা যাতায়াত করছেন, প্রত্যেককেই জিজ্ঞাসাবাদ করছে পুলিস। উপযুক্ত কারণ ছাড়া যাঁরা বাইরে বের হয়েছেন তাঁদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে আইনি পদক্ষেপ।

বিনা প্রয়োজনে বাইরে বেরোনোয় লাঠিপেটা করছে পুলিস। সে ছবি ধরা পড়ল জি ২৪ ঘণ্টার ক্যামেরায়। হাওড়া ব্রিজ, দ্বিতীয় হুগলী সেতু শুনশান। স্তব্ধ গোটা শহর। বন্ধ বাজার  দোকান। চলছে পুলিসি নজরদারি।

একই ছবি ধরা পড়ল জেলাগুলিতেও। বর্ধমানের রাস্তায় লোকজন কম।গাড়ির যাতায়াত তেমন সকালে চোখে পড়ছে না। তবে বেপরোয়া কয়েকজন এদিনও রাস্তায় বেরিয়ে পড়েছেন। অনেকেরই মুখে মাস্ক নাই। পুলিস দেখলেই চলছে নিজেকে আড়াল করার চেষ্টা। সবজিবাজারে এদিন ভিড় কম। শহরের তেঁতুলতলা বাজার, কালনাগের বা পৌরসভার ঝুরঝুরে পুলের সবজি ও মাছের বাজারে ভিড় বেশ কম।

আরও পড়ুন:  ১৯১ জন যাত্রী নিয়ে অবতরণের সময় দু'টুকরো হয়ে গেল এয়ার ইন্ডিয়ার বিমান, মৃত বেড়ে ১৬

দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়েও ধরা পড়ল কিছুটা বেপরোয়া মানসিকতার ছবি। লকডাউনকে অমান্য করে ক্যানিং বাজারে রাস্তায় অবাধে ঘোরাঘুরি,   সকাল থেকে অন্য দিনের মতো চলছে গাড়ি। প্রশাসনের তরফে বেশ উদ্যোগ নিয়ে স্থানীয় বেশ কিছু দোকানপাট বন্ধ করা হয়েছে।