ওয়েব ডেস্ক: চৌরঙ্গি থেকেই আসন্ন বিধানসভা নির্বাচনে লড়বেন হেভিওয়েট কংগ্রেস নেতা সোমেন মিত্র। চৌরঙ্গি বিধানসভা নির্বাচনে সোমেনের বিরুদ্ধে লড়বেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী নয়না বন্দ্যোপাধ্যায়। উপনির্বাচনে জিতে নয়না বন্দ্যোপাধ্যায় এই কেন্দ্র থেকে বিধায়ক হলেও, ২০১৪ লোকসভা ভোটে চৌরঙ্গিতে ১৫৪৮ ভোটের লিড ছিল সোমেনের। ফলে লড়াই জমে গেল। ২০১১ বিধানসভা নির্বাচনে চৌরঙ্গি থেকে তৃণমূলের টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন সোমেন পত্নি শিখা মিত্র।। চৌরঙ্গি কেন্দ্রে বিধানসভা উপনির্বাচনে প্রার্থী হওয়া কাউন্সিলার সন্তোষ পঠাক প্রার্থী হচ্ছেন হাওড়া উত্তর থেকে। এই কেন্দ্রে তারকা লড়াই। হাওড়া উত্তরে তৃণমূলের হয়ে লড়বেন লক্ষ্মীরতন শুক্লা, বিজেপি-র হয়ে লড়বেন রূপা গাঙ্গুলি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এক নজরে আজ ঘোষিত কংগ্রেসের প্রার্থী তালিকা


কেন্দ্র প্রার্থী কোন দফায় ভোট
চৌরঙ্গি সোমেন মিত্র চতুর্থ দফা
হাওড়া উত্তর সন্তোষ পাঠক পঞ্চম দফা
শ্রীরামপুর শুভঙ্কর সরকার ষষ্ঠ দফা
পূর্বস্থলি দক্ষিণ অভিজিত্‍ ভট্টাচার্য চতুর্থ দফা
মালতিপুর

আলবেরুনি জুলকারনিন


(হেমন্ত শর্মার পরিবর্তে)

তৃতীয় দফা
ভারতিপুর কমলেশ চ্যাটার্জি চতুর্থ দফা
কালিয়াগঞ্জ

হাসানুজামান শেখ


(কাবিলউদ্দিন শেখের পরিবর্তে)

চতুর্থ দফা
কৃষ্ণগঞ্জ (সংরক্ষিত)

প্রতাপকান্তি রায়


(বিশ্বনাথ বিশ্বাসের পরিবর্তে)

চতুর্থ দফা
নোয়াপাড়া মধুসুধন ঘোষ পঞ্চম দফা
মধ্যমগ্রাম তাপস মজুমদার পঞ্চম দফা
পাথরপ্রতিমা

ফনিভূষণ গিরি


(কৌস্তভ রাউতের পরিবর্তে)

ষষ্ঠ দফা
জয়নগর (সংরক্ষিত)

সুজিত পোটোওয়ারি


(তাপস কুমার বৈদ্যর পরিবর্তে)

ষষ্ঠ দফা
কলকাতা পোর্ট রাকেশ কুমার সিং ষষ্ঠ দফা