ওয়েব ডেস্কঃ মঙ্গবার প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করল কংগ্রেস। প্রথম দফায় ৪৩টি বিধানসভায় প্রার্থী দিল কংগ্রেস। এই তালিকায় নেই মুর্শিদাবাদের ডোমকল, হরিহড়পাড়া ও ভরতপুর কেন্দ্রের নাম। এই ৩ কেন্দ্রে 'বন্ধুত্বপূর্ণ' লড়াই হবে বলে জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। এছাড়াও ৫টি এমন আসনে প্রার্থী দিল কংগ্রেস যেখানে আগেই প্রার্থী ঘোষণা করেছে বামফ্রন্ট।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কংগ্রেসের প্রাথম দফার প্রার্থী তালিকা


জেলা কেন্দ্র প্রার্থী
আলিপুরদুয়ার আলিপুরদুয়ার বিশবরঞ্জন সরকার
কোচবিহার সিতাই কেশবচন্দ্র রায়
দার্জিলিং মাটিগাড়া-নকশালবাড়ি শঙ্কর মালাকার
দার্জিলিং ফাঁসিদেওয়া সুনীল চন্দ্র তিরকে
হাওড়া আমতা অসিত মিত্র
জলপাইগুড়ি জলপাইগুড়ি সুখবিলাস বর্মা
জলপাইগুড়ি নাগরাকাটা জোসেফ মুণ্ডা
মালদা বৈষ্ণবনগর আজিজুল হক
মালদা চাঁচল আসিফ মেহবুব
মালদা মোথাবাড়ি সাবিনা ইয়াসমিন
মালদা রতুয়া সমর মুখোপাধ্যায়
মালদা মালদা ভূপেন্দ্রনাথ হালদার
মালদা সুজাপুর ইশা খান চৌধুরী
মুর্শিদাবাদ বহরমপুর মনোজ চক্রবর্তী
মুর্শিদাবাদ বেলডাঙা সফিউজ্জামান শেখ
মুর্শিদাবাদ বড়ঞা প্রতিমা রজক
মুর্শিদাবাদ ফরাক্কা মইনুল হক
মুর্শিদাবাদ জঙ্গিপুর মহম্মদ সোহরাব
মুর্শিদাবাদ কান্দি অপূর্ব সরকার
মুর্শিদাবাদ খড়্গ্রাম আশিষ মার্জিত
মুর্শিদাবাদ লালগোলা আবু হেনা
মুর্শিদাবাদ মুর্শিদাবাদ শাওনি সিংহ রায়
মুর্শিদাবাদ নওদা আবু তাহের খান
মুর্শিদাবাদ রঘুনাথগঞ্জ আখরুজ্জামান
মুর্শিদাবাদ রাণিনগর ফিরোজা বেগম
মুর্শিদাবাদ রেজিনগর  রবিউল ইসলাম চৌধুরী
উত্তর  দিনাজপুর কালিয়াগঞ্জ প্রমথনাথ রায়
উত্তর  দিনাজপুর রায়গঞ্জ মোহিত সেনগুপ্ত
উত্তর  দিনাজপুর গোয়ালপোখর মৌলানা আফজল হুসেন
উত্তর ২৪ পরগণা বাদুড়িয়া কাজি আব্দুর রহিম
বাঁকুড়া বাঁকুড়া শম্পা দরিপা
বাঁকুড়া বিষ্ণুপুর তুষারকান্তি ভট্টাচার্য
বাঁকুড়া কোতলপুর অক্ষয় সাঁতরা
বর্ধমান দুর্গাপুর পশ্চিম স্বপন বন্দ্যোপাধ্যায়
বর্ধমান আসানসোল উত্তর ইন্দ্রাণী মিশ্র
বর্ধমান কুলটি ভিজিত ভট্টাচার্য
পশিম মেদিনীপুর নয়াগ্রাম মনোজ কুউমার টুডু
পশিম মেদিনীপুর ঝাড়্গ্রাম সুব্রত ভট্টাচার্য
পশিম মেদিনীপুর খড়্গপুর সদর জ্ঞানসিং সোহনপাল
পশিম মেদিনীপুর সবং মানস রঞ্জন ভুঁইয়া
পুরুলিয়া বলরামপুর জগদীশ মাহাত
পুরুলিয়া বাঘমুণ্ডি নেপাল মাহাত
পুরুলিয়া পুরুলিয়া সুদীপ কুমার মুখোপাধ্যায়