Anubrata Mondal: `লক্ষ্য করুন শুধু দিদির টিমের লোকগুলো গ্রেফতার হচ্ছেন ভাইপোর টিম ছাড়`
Anubrata Mondal: অধীর চৌধুরী বলেন, `লক্ষ্য করুন দিদির টিমের লোকগুলো গ্রেফতার হচ্ছে, কিন্তু ভাইপোর টিমের লোকজন ছাড়... গরু চুরি একা কেষ্ট করেননি... রাজ্যের পুলিশ জড়িত, বিএসএফ জড়িত... কেষ্টর ঢোল ফেটেছে বলে সব দোষ ওঁর। মুর্শিদাবাদের কোন কোন পুলিস সাহায্য করেছিল...সিবিআই, ইডি ডাকলে অধীর চৌধুরী হাসপাতাল যাবে না...সবে মাত্র চুনোপুটি ধরা পড়েছে, রাঘব বোয়ালরা এখনও আছে।`
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সিবিআই (CBI)-এর হাতে গ্রেফতার অনুব্রত মণ্ডল (Anubrata Mandal/ Anubrata Mondal)। এরপর শাসকদলকে কোণঠাসা করতে একটা সুযোগ নষ্ট করতে নারাজ বিরোধীরা। বাম-বিজেপির তরফে ঢাক-ঢোল নিয়ে যেমন পথে নামা হয়েছে। কেউ কেউ আবার সাধারণ মানুষের মধ্যে গুর-বাতাসা বিলি করছেন। এই পরিস্থিতিতে শাসকদলকে তীব্র আক্রমণ শানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (Adhir Chowdhury)। শাসকদলের অন্তর্দ্বন্দেরও আভাস দিলেন তিনি।
অনুব্রতর গ্রেফতারি নিয়ে প্রশ্ন করা হলে অধীর চৌধুরী বলেন, "লক্ষ্য করুন দিদির টিমের লোকগুলো গ্রেফতার হচ্ছে, কিন্তু ভাইপোর টিমের লোকজন ছাড়... গোরু চুরি একা কেষ্ট করেননি... রাজ্যের পুলিশ জড়িত, বিএসএফ জড়িত... কেষ্টর ঢোল ফেটেছে বলে সব দোষ ওঁর। মুর্শিদাবাদের কোন কোন পুলিস সাহায্য করেছিল...সিবিআই, ইডি ডাকলে অধীর চৌধুরী হাসপাতাল যাবে না...সবে মাত্র চুনোপুটি ধরা পড়েছে, রাঘব বোয়ালরা এখনও আছে।" একই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও নিশানা করেন তিনি। প্রদেশ কংগ্রেস সভাপতির বলেন, "মমতার মদতে জেলায় জেলায় এমন নেতারা সন্ত্রাস করেছে... বীরভূমের সব দুর্নীতির সঙ্গেই উনি জড়িত... যা দেখছেন সবটাই হিমশৈলের চূড়া মাত্র।"
গোরুপাচার মামলায় (Cattle/Cow Smuggling Case) অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal/ Anubrata Mondal) ১০ দিনের সিবিআই হেফাজতে পাঠাল আদালত। বৃহস্পতিবার গ্রেফতারির পর বীরভূমের এই দোর্দণ্ডপ্রতাপ নেতাকে আসানসোলে সিবিআই-এর বিশেষ আদালতে তোলা হয়। বিচারপতি রাজেশ চক্রবর্তী ধৃত জেলা তৃণমূল সভাপতিকে ২০ অগাস্ট পর্যন্ত সিবিআই হেফাজতে পাঠান। তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেন বিচারপতি। আদালতের নির্দেশ, কোনও কারণে স্বাস্থ্য পরীক্ষার প্রয়োজন পড়লে, অনুব্রতকে কলকাতার কমান্ড হাসপাতালে দেখাতে হবে। ওই সময় তাঁর দু'জন আইনজীবীকে সঙ্গে রাখতে হবে। বৃহস্পতিবার বিকেল চারটে বেজে দশ মিনিট নাগাদ বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতাকে গ্রেফতার করে সিবিআই। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২০ বি ধারা এবং আর্থিক দুর্নীতি দমন আইনের ৭,১০,১১ এবং ১২ নম্বর ধারায় অভিযোগ দায়ের হয়।
এদিন আসালসোলে সিবিআই-এর বিশেষ আদালতে অনুব্রত মণ্ডলকে পেশ করা হয়। লিফ্টে করে চারতলায় ওঠেন 'কেষ্টদা'। চারতলায় উঠে তিনি হাঁপাতে থাকেন। এরপর আদালতে অক্সিজেন কনসেনট্রেটর নিয়ে যাওয়া হয়। আদালত সূত্রে খর, অনুব্রত মণ্ডলের কাছেই তাঁর শরীরিক অবস্থার কথা জানতে চান বিচারপতি। দাঁড়িয়ে উত্তর দিতে কষ্ট হওয়ায় তাঁকে বসেই কথা বলতে বলেন বিচারপতি। উত্তরে অনুব্রত মণ্ডল জানান, তাঁর শ্বাসকষ্ট রয়েছে। বুকে ব্লকেজ, ব্যথা রয়েছে। উচ্চ রক্তচাপ, ফিসচুলা, কিডনির সমস্যা এবং পা ফুলে যাওয়ার কথাও উল্লেখ করেন বীরভূম জেলা তৃণমূলের সভাপতি।