ওয়েব ডেস্ক: নজরুল মঞ্চে কেন্দ্র সরকারের উজ্জ্বল যোজনার অনুষ্ঠান। আর সেখানেই বিতর্কের শুরু। রাজ্যের মন্ত্রীদের গড় হাজিরার অভিযোগ তুলে সরবর কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের পাল্টা দাবি, কোনও আমন্ত্রণ পত্রই পাননি তাঁরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন কলকাতা থেকে গ্রেফতার মালদার কুখ্যাত দুষ্কৃতী


কেন্দ্র সরকারের অনুষ্ঠানে রাজ্যের গরহাজিরা নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এদিন নজরুল মঞ্চে উজ্জ্বল যোজনার অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, মেয়র শোভন চট্টোপাধ্যায়ও আমন্ত্রিত ছিলেন। কিন্তু তাঁরা কেউ না আসায় ক্ষোভ উগরে দেন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি বলেন, রাজ্যের সাহায্য না পেলেও মানুষের জন্য কাজ করে যাবে কেন্দ্র।