নিজস্ব প্রতিবেদন: গভীর রাতে তোলপাড় আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল। ছুটে এল দমকল-পুলিস। মেডিসিন ওয়ার্ড থেকে পালিয়ে গেল ডাকাতির মামলার আসামী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-মিড-ডে মিল কাণ্ডে সাসপেন্ড চুঁচুড়া বালিকা বানীমন্দির স্কুলের দুই শিক্ষিকা


হাসপাতালের ৬ তলার মেডিসিন ওয়ার্ডে ভর্তি ছিল ডাকাতির মামলার আসামী রাজু মন্ডল। বেশকিছু সমস্যার কারণে তাকে ভর্তি করা হয় আরজি কর-এ। সোমবার রাত সাড়ে এগারোটা নাগাদ বাথরুমে যায় রাজু। ব্যাস! তারপর থেকেই হাওয়া সে।



বেশকিছুক্ষণ পেরিয়ে যাওয়ার পরও বাথরুম থেকে রাজু ফিরছে না দেখে সন্দেহ হয় পুলিসের। পুলিস গিয়ে দেখে বাথরুমের জানলা ভাঙা। নেই রাজু। মনে করা হচ্ছে জানালা গলেই পালিয়েছে রোগাপাতলা রাজু। এরপরই খবর দেওয়া হয় টালা থানায়। হাসপাতালে চলে আসে পুলিস। তন্নতন্ন করে হাসপাতালে খুঁজেও তার কোনও সন্ধান মেলেনি।


আরও পড়ুন-পাকিস্তানের ভিতরে ঢুকে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করতে তৈরি ভারতীয় সেনা: সেনাপ্রধান


এদিকে, গুজব রটে ৬ তলায় পাইপের আড়ালে লুকিয়ে রয়েছে রাজু। এর পরেই হাসপাতালে চলে আস দমকল। পুলিস ও দমকল কর্মীরা মিলে জোরাল টর্চের আলো ফেলে হাসপাতালের প্রতিটি কোণা খুঁজে দেখেন। কিন্তু কোথাও হদিশ মেলেনি রাজুর।