নিজস্ব প্রতিবেদন: উৎসবের মরসুমে উদ্বেগ বাড়াচ্ছে কলকাতার কোভিড গ্রাফ। কলকাতা পুরসভার (KMC) রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় শহরে করোনা আক্রান্ত (Corona Positive) হয়েছেন তিনশোর বেশি মানুষ। তাঁদের মধ্যে অর্ধেকই টিকার (Corona Vaccine) দ্বিতীয় ডোজ নেওয়ার পর করোনা আক্রান্ত (Covid 19 Positive) হয়েছেন। আরও উদ্বেগের বিষয় হল, প্রয়োজন ছাড়া টেস্ট করাচ্ছেন না বহু মানুষ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কলকাতা পুরসভা সূত্রে খবর, গত ২৪ ঘণ্টায় পুরসভার স্বাস্থ্যকেন্দ্রে ২৪২ জন করোনা আক্রান্ত (Corona Positive) হয়েছেন। সরকারি এবং বেসরকারি হাসপাতাল মিলিয়ে সংখ্যাটা ৭৭ জন। সর্বমোট ৩১৯ জন করোনা আক্রান্ত (Covid 19 Positive) হয়েছেন। এদের মধ্যে ১৫০ জন করোনা টিকার (Corona Vaccine) দ্বিতীয় ডোজ নেওয়ার পর করোনা আক্রান্ত হয়েছেন। প্রথম ডোজ নিয়েছেন এমন আক্রান্তের সংখ্যা ১৫ এবং কোনও টিকা (Corona Vaccine) না নিয়ে করোনা আক্রান্ত (Covid 19 Positive) হয়েছেন ৫০ জন।


আরও পড়ুন: Kolkata: ইভটিজিংয়ের প্রতিবাদ, তরুণীর সঙ্গে 'ভয়ঙ্কর' কাণ্ড ঘটাল ২ যুবক


আরও পড়ুন: RG Kar Medical: ক্লাসে উপস্থিতি বাধ্যতামূলক, আন্দোলনের উপরে চাপ সৃষ্টির অভিযোগ পড়ুয়াদের


উৎসবের মরশুমে কোভিডের এই ঊর্ধ্বমুখী গ্রাফ চিন্তা বাড়িয়েছে কলকাতা পুরসভার (KMC)। আগামী সোমবার থেকে শহরে খুলতে চলেছে একটি কোয়ারেন্টাইন সেন্টার এবং ২টি সেফ হোম। যার মধ্যে একটি মা ও শিশুদের জন্য। 


উদ্বেগের বিষয় হল, প্রয়োজন ছাড়া অনেকেই করোনা পরীক্ষা করাচ্ছেন না। বিদেশে ঘুরতে যেতে হলে কিংবা ভিনরাজ্যে যেতে হলে বা অন্য কোনও প্রয়োজন ছাড়়া অনেকে টেস্ট করাচ্ছেন না। জ্বর হলেও চিকিৎসকদের পরামর্শ না নিয়ে, ঘরোয়া টোটকায় সমাধান করতে চাইছেন। বাজার-দোকান এবং ভিড় এলাকাতেও অনেকেই মাস্ক পড়ছেন না। 


এই বিষয়ে শুক্রবার বৈঠকে বসে কলকাতা পুরসভা (KMC)। স্বাস্থ্য বিভাগের পাশাপাশি বৈঠকে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট বিভাগকেও ডাকা হয়। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেখানে যেখানে করোনা দ্রুত ছড়াচ্ছে, সেই এলাকা চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে টেলিকলিং ব্যবস্থা শুরুর কথাও বলা হয়েছে। স্যানিটাইজেশনের কাচ সঠিক ভাবে চালনা করার নির্দেশ দেওয়া হয় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট বিভাগকে।     


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)