Corona In Kolkata: দু`সপ্তাহে কলকাতায় লাফিয়ে লাফিয়ে বেড়েছে সংক্রমণ, রাজ্যকে চিঠি উদ্বিগ্ন কেন্দ্রের
পশ্চিমবঙ্গ-সহ আট রাজ্যকে চিঠি
নিজস্ব প্রতিবেদন: দেশে বাড়তে থাকা করোন (Corona) সংক্রমণ নিয়ে উদ্বিগ্ন কেন্দ্র। আট রাজ্যকে চিঠি লিখলেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমকে চিঠি লিখলেন তিনি। গত দু'সপ্তাহে কলকাতায় যে হারে করোনা আক্রান্তের সংখ্য়া বেড়েছে, তা নিয়ে চিঠিতে উদ্বেগ প্রকাশ কেন্দ্রের।
উৎসবের মরশুমে রাস্তাঘাটে ভিড় বাড়ছে। সম্প্রতি বড়দিনের উৎসবে গা ভাসায় শহরবাসী। সামনেই নতুন বছর। সাময়িক আনন্দ যাতে বিষাদে পরিণত না হয়, সেই জন্য রাজ্যকে সতর্ক করল কেন্দ্র। দ্রুততার সঙ্গে সমস্ত রকমের জরুরি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব। গত দু'সপ্তাহে কলকাতায় করোনা আক্রান্ত বাড়ার তথ্য পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। যেহেতু ওমিক্রনের (Omicron) আতঙ্ক রয়েছে সেজন্য আগত আন্তর্জাতিক যাত্রীদের উপর নজর রাখার কথা বলা হয়েছে। ফের বিধিনিষেধ অরোপ করার, পরীক্ষার হার বাড়ানো, কন্টেনমেন্ট জোন তৈরি, বাফার জোন তৈরির পরামর্শ চিঠিতে দিয়েছেন রাজেশ ভূষণ। পশ্চিমবঙ্গ ছাড়াও দিল্লি, হরিয়ানা, তামিননাড়ু, মহারাষ্ট্র, গুজরাট, কর্ণাটক এবং ঝাড়খণ্ডকে চিঠি পাঠিয়েছে কেন্দ্র।
দেশে ফের করোনার বাড়বাড়ন্ত। গত ২৪ ঘণ্টায় দেশে একলাফে ৩০ শতাংশ বাড়ল করোনার সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ১৫৪ জন, প্রাণ হারিয়েছেন ২৬৮ জন। যা রীতিমতো উদ্বেগজনক। মঙ্গলবার সারা রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হন ৭৫২ জন। গত ২৪ ঘণ্টায় একলাফে সেই সংখ্যাটা অনেকটাই বেড়েছে। দীর্ঘ প্রায় ৮ মাস পর ফের রাজ্যে হাজারের গন্ডি ছাড়াল করোনার সংক্রমণ। বুধবার পশ্চিমবঙ্গে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১,১৫৯ জন। তারমধ্যে কলকাতাতেই একদিনে ৫০০ পার করেছে সংক্রমণ। বেড়েছে ওমিক্রন আক্রান্তের সংখ্যাও। রাজ্যে এই মুহূর্তে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ১০।
আরও পড়ুন: Nayapatty Blast: সল্টলেকের নয়াপট্টির ডাস্টবিনে বিস্ফোরণ, গুরুতর আহত ২ শিশু
আরও পড়ুন: Jagdeep Dhankhar: উপাচার্য নিয়োগে বেনিয়ম, ব্যবস্থা নেওয়ার "হুমকি" রাজ্যপালের