নিজস্ব প্রতিবেদন: করোনা মোকাবিলায় কোমর বেঁধে লড়ছে রাজ্য। কঠিন চ্যালেঞ্জ, কিন্তু তার মধ্যেও আশার আলো একটাই, ইতিমধ্যেই করোনাকে জয় করে বাড়ি ফিরেছেন ১০৫ জন।  তবে কলকাতার চিত্তরঞ্জন সেবাসদন হাসপাতালে এক প্রসূতির শরীরে করোনার উপসর্গ পাওয়া গিয়েছে। তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। আইসোলেশনে রাখা হয়েছে ওই প্রসূতিকে। তবে তার আগেই মৃত সন্তান প্রসব করেছেন ওই প্রসূতি। তাতেই মর্মাহত চিকিত্সকরা।
জানা গিয়েছে, বালিগঞ্জের বেলতলার বাসিন্দা ওই প্রসূতি গত ২১ তারিখ হাসপাতালে ভর্তি হন। এরপর তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। করোনার উপসর্গ দেখা দেয় তাঁর শরীরে। ওই প্রসূতিকে আইসোলেশনে রাখা হয়। ২৪ তারিখ তাঁর শরীরের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। এরইমধ্যে ওই প্রসূতি মৃত সন্তান প্রসব করেন।


রাজ্যে এবার মৃত্যু করোনা আক্রান্ত এক স্বাস্থ্যকর্তার, কারণ খতিয়ে দেখছে স্বাস্থ্যদফতর
বর্তমানে ওই প্রসূতিকে এমআর বাঙুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। চিত্তরঞ্জন সেবাসদন হাসপাতালের প্রসূতি বিভাগ ও আইসোলেশন ওয়ার্ড স্যানিটাইজ করা হচ্ছে। তবে এই ঘটনায় স্বাস্থ্যদফতরের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।