নিজস্ব প্রতিবেদন: ভোটের বাংলার করোনা আতঙ্ক। আক্রান্তের সংখ্যা যখন বাড়ছে হু হু করে, তখনই কলকাতায় ফের চলে এল কোভিশিল্ড ( Covishield)। পুনে থেকে আকাশপথে ৩ লক্ষ ভ্যাকিসন পৌঁছল দমদম বিমানবন্দরে। রাতে আসবে আরও ২ লক্ষ কো-ভ্যাকসিন (CoVaccine)। কিছুটা হলেও স্বস্তিতে রাজ্যবাসী। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

লকডাউন এখন অতীত। বাংলায় আট দফায় বিধানসভা ভোটের মাঝে 'খেল' দেখাতে শুরু করেছে করোনাভাইরাস। নির্বাচনী প্রচারে লাগামছাড়া ভিড়, স্বাস্থ্যবিধি দফা-রফা! সামাজিক দূরত্ব তো দূর অস্ত, বেশিরভাগ মানুষ আর মাস্ক পরাও আর প্রয়োজন বলে মনে করছেন না। দৈনিক সংক্রমণের রেকর্ড হচ্ছে রোজই। ব্যতিক্রম হল না এদিনও। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হলেন ৫ হাজার ৮৯২ জন। কলকাতায় সংখ্যাটা ১ হাজার ৬০১।


আরও পড়ুন: করোনায় আক্রান্ত Shankha Ghosh, বাড়িতেই চলছে চিকিৎসা


করোনা নিয়ন্ত্রণে আদালতের হস্তক্ষেপে চেয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে হাইকোর্টে। ওই ওই মামলায় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের নির্দেশ, ভিড় রুখতে জেলাশাসক ও কমিশনকেই দায়িত্ব নিতে হবে। প্রয়োজনে ১৪৪ ধারা ব্যবহার করা যেতে পারে।  শুক্রবার সর্বদলীয় বৈঠক ডেকেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। সেই বৈঠকে রাজনৈতিক দলগুলির ১ জনের বেশি প্রতিনিধি যেমন যোগ দিতে পারবেন না, তেমনি আবার জেলাশাসক ও পুলিস সুপারদের করোনা বিধি মেনা চলার নির্দেশ দিয়েছে কমিশন।