করোনায় আক্রান্ত Shankha Ghosh, বাড়িতেই চলছে চিকিৎসা

গত কয়েক মাস ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন শঙ্খ ঘোষ (Shankha Ghosh)। 

Updated By: Apr 14, 2021, 09:05 PM IST
করোনায় আক্রান্ত Shankha Ghosh, বাড়িতেই চলছে চিকিৎসা

নিজস্ব প্রতিবেদন: করোনার দ্বিতীয় তরঙ্গে আক্রান্ত হলেন শঙ্খ ঘোষ (Shankha Ghosh)। হোম কোয়ারিন্টিনে রয়েছেন বর্ষীয়ান কবি। আপাতত বাড়িতেই চিকিৎসা চলছে তাঁর।

জানা গিয়েছে, গত দু'দিন ধরে জ্বর ছিল শঙ্ঘ ঘোষের (Shankha Ghosh)। বুধবার তাঁর করোনা পরীক্ষা করা হয়। সেই রিপোর্ট পজিটিভ এসেছে। তাঁর জ্বর নেই। তবে শরীর বেশ দুর্বল। মোটের উপরে শারীরিক অবস্থা স্থিতিশীল। 

গত কয়েক মাস ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন শঙ্খ ঘোষ (Shankha Ghosh)। তাঁকে হাসপাতালেও ভর্তি করা হয়েছিল। লকডাউনের সময়েও অসুস্থ হয়েছিলেন একাধিকবার। ঘরেই তাঁর চিকিৎসা চলেছে। দিন কয়েক আগে তাঁর পেটে সমস্যা দেখা যায়। জ্বরও এসেছিল। চিকিৎসকের পরামর্শে করোনা পরীক্ষা করান। তাতে রিপোর্ট পজিটিভ এসেছে। আপাতত হোম আইসোলেশনেই রয়েছেন প্রবীণ কবি।

আরও পড়ুন- West Bengal Election 2021: শেষ ৩ দফায় বড় সমাবেশ নয়, বাড়ি বাড়ি ও পাড়ায়-উঠোনে প্রচারের সিদ্ধান্ত Left-র

.