নিজস্ব প্রতিবেদন: শনিবার স্বাধীনতা দিবসের দিন সকালেই বিজেপি সর্বভারতীয় সম্পাদক রাহুল সিনহা বলেন, করোনা সংক্রমণের এই সময় বিজেপি কর্মীরা সোশ্যাল ডিসট্য়ান্সিং-সহ স্বাস্থ্যবিধি মেনেই বিভিন্ন অনুষ্ঠান করছেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কিন্তু রাহুলবাবুর ওই মন্তব্যের পরেই বাগবাজারে দেখা গেল সম্পূর্ণ উল্টো ছবি।


আরও পড়ুন-করোনা, রামমন্দির থেকে শিক্ষা নীতি - স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রীর ভাষণ এক নজরে


শনিবার বাগবাজারে ভারতমাতার পুজো করলেন বিজেপি কর্মীরা।  সেখানে দেখা গেল পুজো উপলক্ষে ভালোই ভিড় করেছেন বিজেপি কর্মীরা। অনেকের মুখেই মাস্ক নেই। সোশ্যাল ডিসট্যান্সিংয়ের বালাই নেই। 



যথারীতি পুজো হল। ভোগ বিতরণ হল। তাতে অংশ নিলেন বহু মানুষ। করোনা স্বাস্থ্যবিধিকে পাত্তাই দিলেন না অনেকে।


এদিকে, ওই পুজোর অনুমতি দেয়নি পুলিস। তার পরেও একপ্রকার জোর করেই ভারতমাতার পুজো করা হয়।


আরও পড়ুন- তৈরি হচ্ছে ৩ ভ্যাকসিন, প্রত্যেক নাগরিকের ঘরে পৌঁছে দিতে  প্রস্তুত রোডম্যাপ: মোদী  


পুজো আয়োজক এলাকার বিজেপি নেতা ও আইনজীবী ব্রজেশ ঝা বলেন, পুলিস মঞ্চ ভেঙে দিয়েছিল। তার পরেও আমরা সামাজিক দূরত্ব বজায় রেখেই পুজো করছি। কারণ এটা মানুষের আবেগ। মাইকে সাধারণ মানুষকে মাস্ক পরতে ও সোশ্যাল ডিসট্যান্সিং বজায় রাখতে অনুরোধ করছি।