নিজস্ব প্রতিবেদন: কলকাতা পুলিসের অভিনব উদ্যোগ। কর্মীদের জন্য তৈরি হয়ে গেল ফেস সিল মাস্ক। এই মাস্ক ঢাকা রাখবে গোটা মুখমন্ডলটাই। এটি তৈরি করেছেন ওসি বড়বাজার। অভিনব এই মাস্কটি কিছু পুলিস কর্মীর হাতে তুলে দেওয়া হল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- গানে সচেতনতা প্রচারের পর এবার মিম-এ হুঁশিয়ারি, করোনা সুরক্ষায় মাস্কও তৈরি করল কলকাতা পুলিস


শুধু নাক-মুখ ঢাকা মাস্ক পরলেই পুরো সুরক্ষিত থাকা সম্ভব নয়। আবার কর্তব্যও থাকতে হবে অবিচল। তাই নিজেরাই অভিনব ওই মাস্ক বানিয়ে নিল কলকাতা পুলিস। কলকাতা পুলিশেরই এক থানার অফিসার ইনচার্জ রাস্তায় ডিউটি করতে গিয়ে অসুবিধে বোধ করেন। থাঁর মনে হয় শুধু মাস্ক পরেই রাস্তায় বা ভিড়ের মধ্যে ডিউটি করা সম্ভব নয়। তাই নিজেই ডিসাইন করে নিলেন কিভাবে গোটা মুখকে ঢাকা যায় ও করোনামুক্ত ভাবে ডিউটি করা যায়।


আরও পড়ুন- করোনা উপসর্গ নিয়ে বাইপাসের ধারে হাসপাতালে ভর্তি রাজ্যের সাংসদের বাবা


নিজেই একদিন হাতে এঁকে লালবাজার উর্ধতন কর্তৃপক্ষকে দিলেন মাস্ক এর নকশা। যাতে শুধু নাক মুখ নয় নতুন মাস্ক এ ঢাকা যাবে গোটা মুখমন্ডল। আজ পরীক্ষামূলকভাবে কিছু পুলিশ কর্মীর হাতে তুলে দেওয়া হলো ফেস সিল মাস্ক। পরে বাহিনীর বাকিদের হাতেও তা তুলে দেওয়া হবে।