চড়া দামে বিকোচ্ছে মাস্ক, স্যানিটাইজার, অভিযোগ পেতেই অভিযানে ইবি আধিকারিকরা
দেশজুড়ে সুলভ মূল্যে মাস্ক ও স্যানিটাইজার বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।
নিজস্ব প্রতিবেদন : করোনা আতঙ্কে জবুথবু দেশ। উদ্ভূত পরিস্থিতিতে মানুষকে মাস্ক পরে থাকতে, বার বার হাত সাবান দিয়ে ধুতে, স্যানিটাইজার ব্যবহার করতে পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক, রাজ্য প্রশাসন। মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারকে অত্যাবশ্যকীয় পণ্য হিসেবে ঘোষণা করেছে কেন্দ্র। দেশজুড়ে সুলভ মূল্যে মাস্ক ও স্যানিটাইজার বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে। জুন মাসের শেষ পর্যন্ত এই নির্দেশিকা বহাল থাকবে বলে জানানো হয়েছে।
এদিকে অভিযোগ, বিভিন্ন ওষুধের দোকানে সেভাবে মাস্ক ও স্যানিটাইজার পাওয়া যাচ্ছে না। কিছু কিছু দোকানে পাওয়া গেলেও অত্যধিক দাম চাওয়া হচ্ছে। বেশ কিছু এরকম অভিযোগ পাওয়ার এদিন মাঠে নামলেন ইবি আধিকারিকরা।
আরও পড়ুন, '৫০০-র বদলে ১০০'! করোনা আতঙ্কে খাঁ খাঁ করছে সল্টলেক সেক্টর ফাইভ
আজ সকালে বাগুইআটি এলাকায় বিভিন্ন ওষুধের দোকানে অভিযান চালানো হয়। কোথাও অনিয়ম দেখলে তাঁদের সচেতন করা হয়। ইবি আধিকারিকরা জানান, সাধারণ মানুষ যাতে এরকম একটা পরিস্থিতিতে দরকারি জিনিসগুলো থেকে বঞ্চিত না হন এবং ন্যায্যমূল্যে যাতে তাঁরা সেগুলো কিনতে পারেন, সেই কারণেই এই অভিযান।