নিজস্ব প্রতিবেদন:  সাত সকালে শহরের এক বাড়ির দ্বি-তলে আগুন। জানা গিয়েছে, সেই সময় বাড়িতে উপস্থিত ছিলেন জনপ্রিয় জ্যোতিষ সম্রাট জয়ন্ত শাস্ত্রী। ঘটনাস্থল থেকে তাঁর পুড়ে যাওয়া দগদগে দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বাইপাসের ধারের এক হাসপাতালে। চিকিৎসকরা জানিয়েছেন, আগুনে শরীরের প্রায় ৫০ শতাংশ পুড়ে মৃত্যু হয়েছে জ্যোতিষীর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।  প্রথমে দমকলকে বেগ পেতে হয় আগুন নেভাতে। সকাল আটটা নাগাদ বাইরে খেকে দেখা যাচ্ছিল, দাউ দাউ করে জ্বলছে ঘর-বরান্দা।


আরও পড়ুন: ভয় পাওয়াচ্ছে আমেরিকা, প্রতি সেকেন্ডে একজনের বেশি আক্রান্ত হচ্ছে করোনায়


স্থানীয় বাসিন্দাদের নজরে আসতেই খবর দেওয়া হয় দমকলে। ঘটনাটি ঘটেছে কেষ্টপুর বারোয়ারিতলার এক বাড়িতে। আগুন নেভাতে প্রয়োজন হয় দমকলের দুটি ইঞ্জিন। এ দিন আগুন দেখে স্থানীয় বাসিন্দারা প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগায়। দমকল কর্মীরা ওই বাড়িতে প্রবেশ করে উদ্ধার করে জ্যোতিষের জলন্ত দেহ।