নিজস্ব প্রতিবেদন: ভোটপ্রচারে রাশ টেনেছে নির্বাচন কমিশন। করোনাভাইরাসে লাগাম টানবে কে? গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত সাত হাজারের কাছাকাছি পৌঁছে গেল। বুধবার কোভিডে (Covid-19) আক্রান্ত হয়েছিলেন ৫ হাজার ৮৯২ জন। তার আগের দিন মঙ্গলবার আক্রান্তের সংখ্যা ছিল ৪,৮১৭।  গতকাল কোভিড পজিটিভ হন ৬,৭৬৯ জন। শুক্রবার স্বাস্থ্য দফতরের বুলেটিন বলছে,৬  হাজার ৯১০ জনের শরীরে মিলেছে কোভিড-১৯।    


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৪০ হাজার ১৫১ জনের। পজিটিভ রিপোর্ট এসেছে ৬,৯১০ জনের। বর্তমানে সক্রিয় করোনা (Coronavirus) আক্রান্ত ৪১ হাজার ৪৭ জন। কলকাতা ও উত্তর ২৪ পরগনায় পরিস্থিতি উদ্বেগজনক। দুই জেলায় আক্রান্তের সংখ্যা যথাক্রমে ১,৮৪৪ ও ১৫৯২। 


কোভিডের মৃত্যুহারও উর্ধ্বমুখী। গত ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিডে (Covid-19) মৃত্যু হয়েছে ২৬ জনের। তার মধ্যে কলকাতায় মৃত্যু হয়েছে ৯ জনের। উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা ৭।  রাজ্যে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১০ হাজার ৫০৬ জনের। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২ হাজার ৮১৮ জন। 


আরও পড়ুন- 'প্রমাণ হয়ে গেল ফোনে আড়িপাতা হচ্ছে,' কার্যত অডিয়োক্লিপের সত্যতা স্বীকার TMC-র