নিজস্ব প্রতিবেদন : করোনা সংক্রমণের সঙ্গে লড়াইয়ের জন্য পূর্ব প্রস্তুতি হিসেবে পূর্ব ভারতের প্রথম সরকারি প্লাজমা ব্যাঙ্ক হতে চলেছে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে। এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গিয়েছে স্বাস্থ্যভবনে। রবিবার কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালকে এই বিষয়ে চূড়ান্ত ব্যবস্থা গ্রহণের নির্দেশও দেওয়া হয়েছে


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সম্প্রতি দেশজুড়ে করোনা আক্রান্তদের চিকিৎসায় প্লাজমা থেরাপির ট্রায়াল শুরু হয়েছে। কলকাতাতেই দেশের মধ্যে প্রথম ভেন্টিলেশন সাপোর্টে থাকা করোনা আক্রান্তদের শরীরে ট্রায়াল হিসেবে প্লাজমা প্রয়োগ করা হয়েছে। জুন মাসের শেষ সপ্তাহে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে ইনস্টিটিউট অফ হেমাটলজি অ্যান্ড ব্লাড ট্রান্সফিউশন বিভাগে প্রথমে করোনার সংক্রমণ থেকে সুস্থ হয়ে ওঠা রোগীর শরীর থেকে প্লাজমা সংগ্রহ করা হয়। তারপর একে একে ৪ জন ব্যক্তির শরীর থেকে প্লাজমা সংগ্রহ করা হয়। যাঁরা প্রত্যেকেই করোনা আক্রান্ত ছিলেন। সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠে বাড়ি ফিরেছেন।


এখন যেভাবে করোনার সংক্রমণ বেড়ে চলেছে, তাতে উদ্বিগ্ন দেশ ও রাজ্য সরকার। রবিবারের রিপোর্ট অনুযায়ী রাজ্যে একদিনে আক্রান্ত হয়েছেন এখনও পর্যন্ত সর্বাধিক ৮৯৫ জন। আক্রান্তের নিরিখে বিশ্বে এখন তৃতীয় স্থানে রয়েছে ভারত। এই পরিস্থিতিতে প্লাজমা থেরাপিতে যদি দেশজুড়ে সাফল্য মেলে, তাহলে এখনই তার আগাম প্রস্তুতি নিয়ে রাখতে চাইছে স্বাস্থ্যভবন।


কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের প্রধান প্রসূন ভট্টাচার্য বলেন, "কিছুদিন আগেই আমরা প্লাজমা সংগ্রহ করা শুরু করেছি প্লাসমা থেরাপির স্বার্থে। এখন সরকারি নির্দেশে প্লাজমা ব্যাঙ্ক তৈরির কাজ শুরু করতে চলেছি। এর জন্য অনেক বড়সড় পরিকাঠামো দরকার। সেই পরিকাঠামো কীভাবে তৈরি করা হবে, তার-ই পরিকল্পনার কাজ আমরা শুরু করেছি। আগামীর দিকে তাকিয়ে এটি একটি বড়সড় ভাবনা।"


আরও পড়ুন, "শ্যামাপ্রসাদের জন্যই বাংলা ভারতের ম্যাপে... যদিও পশ্চিমবঙ্গ এখন পশ্চিম বাংলাদেশ"