নিজস্ব প্রতিবেদন: পরিস্থিতি ঠিকঠাক থাকলে পুজোর ছুটির পর স্কুল খোলার কথা সোমবার জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তার প্রস্তুতি শুরু করল রাজ্য সরকার। মঙ্গলবার সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। ওই বৈঠকে শিক্ষকদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা (Covid Vaccine) দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে নবান্ন (Nabanna) সূত্রের খবর। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রাজ্যে কোভিড সংক্রমণ নিম্নমুখী হলেও কলকাতার পরিসংখ্যান ভাবাচ্ছে রাজ্য সরকারকে। এ দিন মুখ্যসচিবের সঙ্গে জেলাশাসকদের বৈঠকে এই বিষয়ে আলোচনা হয়েছে। নির্দেশ দেওয়া হয়েছে, কলকাতায় টিকাকরণ শিবির বাড়াতে হবে। জেলাগুলিতে তৈরি করতে হবে মাইক্রো কনটেনমেন্ট জোন। প্রতিদিন টিকা (Covid Vaccine) দেওয়ার পরিমাণ বাড়াতে হবে। সংগ্রহে থাকা টিকা শেষ করতে হবে আগামী ৩ দিনের মধ্যে।


সোমবার নবান্ন সভাঘরে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) বলেছিলেন,'তৃতীয় ঢেউ বিপজ্জনক না হলে পুজোর পর স্কুল খুলব। সবটাই নির্ভর করছে পরিস্থিতির উপরে।' সে কথা মাথায় রেখে আগাম পরিকল্পনা করছে নবান্ন (Nabanna)। সূত্রের খবর, এ দিন জেলাশাসকদের মুখ্যসচিব নির্দেশ দিয়েছেন, অগ্রাধিকার ভিত্তিতে টিকা দিতে হবে শিক্ষক-শিক্ষিকাদের। তাঁদের পরিবারের সকলের টিকাকরণও নিশ্চিত করতে হবে।  


 'দুয়ারে সরকার' কর্মসূচি শুরু হওয়ার ৯ দিনের মধ্যে ১ কোটির বেশি উপভোক্তা ভিড় জমিয়েছেন। দরকারে আরও বেশি শিবির করার নির্দেশ দেওয়া হয়েছে জেলাশাসকদের। এর পাশাপাশি স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মতো প্রকল্প থেকে রাজনীতিকে দূরে রাখতেও উদ্যোগী নবান্ন। আবেদনপত্র সংক্রান্ত বিষয়ে জনপ্রতিনিধি বা নেতা-নেত্রীরা যাতে হস্তক্ষেপ না করেন তা সুনিশ্চিত করতে হবে। প্রয়োজনে স্বনির্ভর গোষ্ঠী বা কন্যাশ্রীর মেয়েদের সহযোগিতা নেওয়া যেতে পারে। ঋণ দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে পেশাদারি পড়াশুনোর পড়ুয়াদের। আরও সক্রিয় হতে হবে সমবায় ব্যাঙ্কগুলিকে। 


আরও পড়ুন- Covid-19: পরিস্থিতি ঠিক থাকলে পুজোর ছুটির পর খুলবে স্কুল, জানিয়ে দিলেন Mamata


 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)