Covid-19: পরিস্থিতি ঠিক থাকলে পুজোর ছুটির পর খুলবে স্কুল, জানিয়ে দিলেন Mamata
পুজোর ছুটির পর খুলতে পারে স্কুল, ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
নিজস্ব প্রতিবেদন: পুজোর পর স্কুল খোলার চেষ্টা করা হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন,'পুজোর পর স্কুল খুলব। তৃতীয় ঢেউ বিপজ্জনক না হলে স্যানিটাইজ করে খোলা হবে। সবটাই পরিস্থিতির উপর নির্ভর করছে।'
মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) জানান,'এখন বাংলায় পরিস্থিতি ঠিক রয়েছে। সংক্রমণ হার ১ শতাংশের আশেপাশে। কিন্তু তৃতীয় ঢেউ এলে নিয়ন্ত্রণ করা যাবে না। মহারাষ্ট্র, কেরলে সংক্রমণ বাড়ছে। তাই কাল কী হবে বলতে পারছি না। যদি আজকের কথা বলেন, রাজ্যে করোনা নিয়ন্ত্রণে। আমরা চাই পড়ুয়ারা স্কুলে যাক। কিন্তু আগাম পরিকল্পনা করতে হবে। পুজো এসে গিয়েছে। কাজেই পুজোর ছুটি- ভাইফোঁটা, দেওয়ালির পর পরিস্থিতি ঠিক থাকলে স্কুল খুলব।'
বিভিন্ন রাজ্যে ইতিমধ্যেই খুলতে শুরু করেছে শিক্ষাপ্রতিষ্ঠান। তবে এ রাজ্যে অনলাইনেই চলছে পড়াশুনো। গত ৫ অগাস্ট পুজোর পর একদিন অন্তর স্কুল খোলার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। এর মধ্যে উঁকি মারছে করোনার তৃতীয় ঢেউ (Covid Third Wave)। অক্টোবরেই তা চরম পর্যায়ে পৌঁছবে বলে প্রধানমন্ত্রীর দফতরে রিপোর্ট জমা দিয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা ইনস্টিটিউট। এ দফায় শিশুরা আক্রান্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। নবান্ন সূত্রের খবর, তৃতীয় ঢেউয়ের প্রাদুর্ভাব কতটা থাকে, তা মাথায় রেখে সিদ্ধান্ত নিতে চাইছে রাজ্য সরকার।
আরও পড়ুন- মিত্রের মিত্র BJP নেত্রী রিমঝিম, 'TMC-র হিরো' Madan-র সঙ্গে হাসিঠাট্টায়-ওহ লাভলি