নিজস্ব প্রতিবেদন: রাজ্যে কোভিড আক্রান্তের চেয়ে বাড়ল সুস্থতার সংখ্যা। রাজ্যে সুস্থতার হার ৮৯.০৫ শতাংশ। দুর্গোৎসবে বহু ক্ষেত্রেই নিয়ম ভঙ্গ করেছেন সাধারণ মানুষ। তা সত্ত্বেও এখনও পর্যন্ত পরিসংখ্যান বলছে, রাজ্যে নিয়ন্ত্রণেই রয়েছে কোভিড।      


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বুধবার রাজ্যে কোভিডে আক্রান্তের সংখ্যা ৩,৯৪৮। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৪,১৮৭ জন। বেড়েছে সুস্থতার হার। এখন তা ৮৯.০৫%। স্বাস্থ্য ভবনের দাবি, করোনা প্রাদুর্ভাবের পর এটাই সর্বোচ্চ হার। রাজ্যে লাগাতার কোভিড আক্রান্তের সংখ্যা ৬০-এর উপরেই থাকত। তা নীচে নেমেছে। মৃত্যু হয়েছে ৫৪ জনের। বৃহস্পতিবার রাজ্যে নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৫,৪৬৭ জনের। ৪ নভেম্বর পর্যন্ত ৪৭,৩৩,৫০৮ জনের কোভিড পরীক্ষা হয়েছে।    
    
কলকাতায় বুধবার কোভিড আক্রান্ত হয়েছেন ৮৫৫ জন। উত্তর ২৪ পরগনায় সেই সংখ্যা ৮৩৬। উত্তর ২৪ পরগনা ও কলকাতায় মৃতের সংখ্যা যথাক্রমে ১৪ ও ১৫। 


আরও পড়ুন- 'গাইডলাইন মেনেই কালীপুজো, কোভিড বিধি মেনেই চলবে রেল'