নিজস্ব প্রতিবেদন: করোনায় মৃত রোগী। ব্যাগে ঢাকা দেহ তুলে দেওয়া হয়েছিল পরিবারের হাতে। কিন্তু প্লাস্টিকে ঢাকা মুখ দেখেই চমকে ওঠেন পরিজনরা। ইনি তো অন্য কেউ! এই ঘটনায় ধুন্ধুমার বাধল লেকটাউনের একটি নার্সিংহোমে।             

COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১২ মে বেলাঘাটার বাসিন্দা ৫২ বছরের শঙ্কর গুছাইতকে ভর্তি করা হয়েছিল ওই নার্সিংহোমে। করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি। গতকাল রাত সাড়ে ১১টা নাগাদ মৃত্যু হয় শঙ্করের। সকালে করোনা বিধি মেনে পরিবারের হাতে দেহ তুলে দেয় নার্সিংহোম কর্তৃপক্ষ। পরিবারের লোকজন প্লাস্টিকে ঢাকা মুখ দেখে অভিযোগ করেন, এটা শঙ্কর গুছাইতের দেহ নয়। ব্যাগে নাম লেখা থাকলেও দেহটি তাঁর নয়। অভিযোগ অস্বীকার করেছে নার্সিংহোম কর্তৃপক্ষ। তাদের দাবি, দেহটি শঙ্কর গুছাইতের।


রোগীর পরিজনরা বিক্ষোভ দেখাতে থাকেন হাসপাতালে। ঘটনাস্থলে পৌঁছয় লেকটাউন থানার পুলিস। প্রশ্ন উঠছে, দেহটি শঙ্কর গুছাইতের না হলে কার? শঙ্করই বা কোথায়?  


আরও পড়ুন- অবসরের পর শোকজ Alapan-কে, ৩ দিনের মধ্যে জবাব তলব কেন্দ্রের