করোনায় আক্রান্ত বিধাননগরের ডেপুটি মেয়র তাপস চ্যাটার্জি, ভর্তি হাসপাতালে
সোমবার রাতেই বাইপাসের ধারে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে তাপস চট্টোপাধ্যায়কে।
নিজস্ব প্রতিবেদন : জ্যোতিপ্রিয় মল্লিকের পর এবার তাপস চট্টোপাধ্যায়। করোনায় আক্রান্ত হলেন এবার বিধাননগর পুরসভার ডেপুটি মেয়র। জানা গিয়েছে, কদিন আগেই হাল্কা জ্বর আসে তাপস চট্টোপাধ্যায়ের। সঙ্গে সঙ্গেই করোনা পরীক্ষা করা হয় বিধাননগর পুরসভার ডেপুটি মেয়রের।
সোমবার রাতে তাঁর রিপোর্ট আসে। সেখানেই দেখা যায়, তাপস চট্টোপাধ্যায় কোভিড পজিটিভ। এরপরই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার রাতেই বাইপাসের ধারে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে তাপস চট্টোপাধ্যায়কে। বর্তমানে সেখানেই চিকিত্সাধীন রয়েছেন তিনি।
উল্লেখ্য, এর আগে করোনা আক্রান্ত হয়েছিলেন দমকলমন্ত্রী সুজিত বসু। বেশ কিছুদিন হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন তিনি। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠে, করোনা জয় করে বাড়ি ফেরেন সুজিত বসু। তবে এরইমধ্যে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন শাসকদলের ২ বিধায়ক।
আরও পড়ুন, রাজ্যে করোনায় সুস্থতার হার ৮৫.৪০ শতাংশ, জেনে নিন আপনার জেলার পরিস্থিতি