ওয়েব ডেস্ক: নবান্ন অভিযানে নতুন করে অক্সিজেন পেয়েছে CPM।  পাড়ায়-পাড়ায় চনমনে দলের কর্মীরা। তবে এতে আত্মতুষ্টির কোনও কারণ দেখছেন না দলের রাজ্য সম্পাদক।  দলের মুখপত্রে তিনি সাফ জানিয়েছেন, সংগঠন এখনও মজবুত নয়। নজর দিতে হবে সে দিকে। ঘরে ঘরে নিযে যেতে হবে CPM-কে। কমরেডদের এই মেজাজ দেখে কে বলবে, ভোট বাক্সে বামেদের কী হাল! নবান্ন অভিযানের পর তাই অনেকটাই কনফিডেন্ট দেওয়া পিঠ ঠেকে যাওয়া CPM।  তবে  দলের কর্মীদের সেই স্মৃতিতেই মশগুল থাকলে যে কোনও ভাবেই চলবে না, সেটা স্পষ্ট করে দিলেন সূর্যকান্ত মিশ্র। দলের মুখপত্র গণশক্তিতে অভিযানে কাটাছেড়া করতে গিয়ে CPM রাজ্য সম্পাদক লিখেছেন, 'নবান্ন অভিযান দেখিয়ে দিয়েছে এরাজ্যে জনগণের মেজাজ আমাদের অনুকূলে, যদিও আমাদের সাংগঠনিক প্রস্তুতি তার তুলনায় যথেষ্ট নয়। লড়াইয়ের ময়দানে পরীক্ষিতদের অন্তর্ভুক্ত করেই নিষ্ক্রিয়তামুক্ত সংগঠন গড়ে তুলতে হবে।'


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন 'নো অবজেকশন'! ২০০৩-এ ১ কোটি টাকা লোন পান ভুয়ো ডাক্তার নরেন পান্ডে


গত কয়েক বছরে প্রতিটা ভোটে সন্ত্রাসের অভিযোগে সরব হয়েছেন বিরোধীরা। সামনেই পঞ্চায়েত ভোট। সেখানে কী হবে?  তা নিয়েও দলের কথা স্পষ্ট করেছেন সূর্য মিশ্র। তার কথায়, '...রাজ্যে কি অবাধ নির্বাচন হওয়া সম্ভব? আমরা মনে করি সম্ভব। কিন্তু সেটা কেবলমাত্র পুলিস, প্রশাসন, নির্বাচন কমিশনের ওপরে নির্ভর করে সম্ভব নয়। বুথস্তরে গণপ্রতিরোধের দুর্গ গড়ে তুলেই এটা সুনিশ্চিত করা সম্ভব।' আর তাই পাড়ায়-পাড়ায়, শহরের প্রতিটি ওয়ার্ডে, মজবুত সংগঠন গড়াটাই এখন CPM-এর টার্গেট। সে কথা মাথায় রেখেই কর্মীদের সূর্যর বার্তা, 'নবান্ন অভিযানের মধ্যে দিয়ে আন্দোলনের শুরু। শেষ নয়। ...লড়াইকে বুথস্তর পর্যন্ত নিয়ে যেতে হবে।' কারণ CPM নেতারা ভালকরেই জানেন একমাত্র মজবুত সংগঠনই ভোটবাক্সে তাদের হাল ফেরাতে পারবে।


আরও পড়ুন  বিদেশে চর্মরোগ সংক্রান্ত কনফারেন্সে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন নরেন পান্ডে!