ওয়েব ডেস্ক: শেষের শুরু যেখানে, সেখান থেকেই ফের শুরু করতে চায় সিপিএম। ১৬ জানুয়ারি সিঙ্গুর যাচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্য। উদ্বোধন করবেন সিঙ্গুর থেকে শালবনি পদযাত্রার। বিধানসভা ভোটে শিল্পায়নই হচ্ছে বামেদের প্রধান প্রচার হাতিয়ার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সেই সিঙ্গুর। টাটাদের কারখানা। আন্দোলন। টাটার বিদায়। গত বিধানসভা নির্বাচনে পালাবদলের অন্যতম চাবিকাঠি। সেই সিঙ্গুরেই এবার বুদ্ধদেব ভট্টাচার্যের সভা। ১৬ জানুয়ারি সিঙ্গুর থেকে শুরু হচ্ছে সিপিএমের পদযাত্রা। শেষ শালবনিতে। উদ্বোধন করবেন বুদ্ধদেব ভট্টাচার্য। বহুদিন বাদে ব্রিগেডের বাইরে প্রকাশ্য সমাবেশে দেখা যাবে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। ব্রিগেড থেকেই শিল্পকে সামনে রেখে লড়াইয়ে নামার ডাক দিয়েছিল সিপিএম। এবারের ভোটযুদ্ধে বুদ্ধবাবুই যে বামেদের প্রচারের অন্যতম মুখ তা স্পষ্ট।


শুধুমাত্র বুদ্ধবাবুকে সামনে রেখেই নয়। শিল্পায়নের স্লোগানেও আসছে পরিবর্তন। সিঙ্গুরে মাত্র আট শতাংশ অনিচ্ছুক কৃষকদের বক্তব্যকে গুরুত্ব না দিয়ে কড়া সমালোচনার মুখে পড়তে হয় তাঁদের। ভোটের বাক্সে দিয়ে হয় খেসারতও। এবার তাই, সব কৃষককে রাজি করিয়েই শিল্পায়নের স্লোগান তুলতে চান বামেরা। বিশ্ববঙ্গ সম্মেলন নিয়েও সমালোচনা বাম নেতৃত্বের মুখে। তাদের দাবি, যারা শিল্প তাড়িয়েছে, তারা শিল্প আনতে পারে না।