ওয়েব ডেস্ক: নোট বাতিল ঘিরে উত্তাল দেশ। রাজ্যে, ভিনরাজ্যে সর্বাত্মক আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক তখনই চিটফান্ড কেলেঙ্কারিকে সামনে নিয়ে এল বামেরা। সঙ্গে অবশ্যই কংগ্রেস। আজ দুপুরে চিটফান্ড প্রতারিতদের সঙ্গে নিয়ে যৌথ মিছিল করল কংগ্রেস ও বামেরা। কলেজ স্কোয়ার থেকে রানি রাসমণি রোড যায় মিছিল। সেখান থেকে রাজ্যপালের কাছে ডেপুটেশন জমা দিতে যান তাঁরা। দাবি একটাই। চিটফান্ড প্রতারিতদের টাকা ফেরত দিতে হবে। মিছিলে নেতৃত্বে সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। ছিলেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী এবং বিধানসভার বিরোধী দলনেতা আবদুল মান্নান।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন ৫০০ এবং হাজার টাকার নোট বাতিলের পর কৃষকদের জন্য সুখবর


আরও পড়ুন জলপাইগুড়ির মালবাজারের গ্রামবাসীদের কাছে টাকা পৌঁছলো কীভাবে জানুন!