মৌমিতা চক্রবর্তী: '২০১১ থেকে যে তৃণমূল সরকার যোগ্য বঞ্চিত চাকরিপ্রার্থীদের কথা শুনতে চাইলো না, সেই তৃণমূল নাকি এখন ২০১১ এর আগের বঞ্চিত মানুষের কথা শুনবে'! সোশ্যাল মিডিয়া এবার পাল্টা প্রচারে নামল সিপিএম। দলের যুবনেতা সায়ন বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষ, 'মানুষ প্রতারিত বঞ্চিত হলে আগে আদালতে যেত, নিজে যোগ্য কীনা বোঝার জন্য RTI করত এখন, আইটি সেলের প্রধানের কাছে যাবে'!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

'বাম আমলে বঞ্চিত চাকরিপ্রার্থী কারা'? তালিকা তৈরি করতে চায় তৃণমূল। কীভাবে? ফেসবুকে মেল আইডি জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন দলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য। সাধারণ মানুষের কাছে তাঁর আবেদন, 'নিজেদের নাম, জেলা, ফোন নাম্বার ও পরীক্ষার ভ্যালিড ডকুমেন্ট সহ এই ID- তে মেল করুন। আপনি না চাইলে আপনার পরিচয় প্রকাশ্যে আনা হবে না'।



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)