CPM Vs TMC: হাতিয়ার সোশ্যাল মিডিয়া, নিয়োগ দুর্নীতিতে পাল্টা প্রচারে সিপিএম
`বাম আমলে বঞ্চিত চাকরিপ্রার্থী কারা`? তালিকা তৈরি করতে চায় তৃণমূল। কীভাবে? ফেসবুকে মেল আইডি জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন দলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য।
মৌমিতা চক্রবর্তী: '২০১১ থেকে যে তৃণমূল সরকার যোগ্য বঞ্চিত চাকরিপ্রার্থীদের কথা শুনতে চাইলো না, সেই তৃণমূল নাকি এখন ২০১১ এর আগের বঞ্চিত মানুষের কথা শুনবে'! সোশ্যাল মিডিয়া এবার পাল্টা প্রচারে নামল সিপিএম। দলের যুবনেতা সায়ন বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষ, 'মানুষ প্রতারিত বঞ্চিত হলে আগে আদালতে যেত, নিজে যোগ্য কীনা বোঝার জন্য RTI করত এখন, আইটি সেলের প্রধানের কাছে যাবে'!!
'বাম আমলে বঞ্চিত চাকরিপ্রার্থী কারা'? তালিকা তৈরি করতে চায় তৃণমূল। কীভাবে? ফেসবুকে মেল আইডি জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন দলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য। সাধারণ মানুষের কাছে তাঁর আবেদন, 'নিজেদের নাম, জেলা, ফোন নাম্বার ও পরীক্ষার ভ্যালিড ডকুমেন্ট সহ এই ID- তে মেল করুন। আপনি না চাইলে আপনার পরিচয় প্রকাশ্যে আনা হবে না'।