নিজস্ব প্রতিবেদন:  খেলার ময়দানেই মৃত্যু উঠতি ক্রিকেটারের। মৃতের নাম অনিকেত শর্মা (২১)। মঙ্গলবার সকালে পাইকপাড়া মাঠে খেলা হচ্ছিল। ব্যাট করছিলেন অনিকেত। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, রান নেওয়ার সময়ে আচমকাই পা হড়কে পড়ে যান অনিকেত। তারপর অসুস্থ বোধ করতে থাকেন। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।


NRS-এ কুকুর হত্যালীলায় অপরাধ কবুল ২ ছাত্রীর


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অনিকেত আদলতে পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা। ১১ মাস ধরে পাইকপাড়া স্পোর্টিং ক্লাবের হয়ে খেলছিলেন তিনি। খেলার সূত্রেই তিনি কলকাতায় থাকতে শুরু করেন।  অনিকেতের এই মর্মান্তিক পরিণতি মেনে নিতে পারছেন না কেউ। টালা থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে।



সাইবার ‘যুদ্ধ’ মোকাবিলায় এবার ময়দানে সাইবার এজেন্সি


চিকিত্সকরা প্রাথমিকভাবে মনে করছেন, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে অনিকেতের। দেহে ময়নাতদন্তের আগে স্পষ্ট করে কিছু জানাননি তাঁরা।