সল্টলেকে এভাবেই চলছিল বড়সড় সাইবার প্রতারণা!
সল্টলেকে ফের সাইবার প্রতারণা। পুলিসের জালে ধরা পড়ল তিন অভিযুক্ত। পুলিস সূত্রে খবর, ব্যাঙ্কের ম্যানেজার পরিচয় দিয়ে বহু লোককে ফোন করে বলা হত, তাঁদের এটিমএম কার্ড ব্লক হয়ে গিয়েছে। চালু করতে হলে, এটিএম কার্ডের নম্বর জরুরি। তা জানানোর পরই ফের কার্ড সচল করে দেওয়া হবে বলে জানাত প্রতারকরা।
ওয়েব ডেস্ক : সল্টলেকে ফের সাইবার প্রতারণা। পুলিসের জালে ধরা পড়ল তিন অভিযুক্ত। পুলিস সূত্রে খবর, ব্যাঙ্কের ম্যানেজার পরিচয় দিয়ে বহু লোককে ফোন করে বলা হত, তাঁদের এটিমএম কার্ড ব্লক হয়ে গিয়েছে। চালু করতে হলে, এটিএম কার্ডের নম্বর জরুরি। তা জানানোর পরই ফের কার্ড সচল করে দেওয়া হবে বলে জানাত প্রতারকরা।
অনেকে এই জালে পা দিয়ে ডেবিট কার্ডের পিন নম্বর বলেও দেন। এরপরই ওই সমস্ত অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নিত দুষ্কৃতীদল। এনিয়ে একের পর এক অভিযোগ পেয়ে বিধাননগর সাইবার ক্রাইম থানা সক্রিয় হয়ে ওঠে। তদন্তে নেমে ইতিমধ্যে তিন জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে পবন আগরওয়াল আসানসোলের বাসিন্দা। বাকি দুই ধৃত রাজু সাউ এবং আনন্দ সেন ঝাড়খণ্ডের বাসিন্দা।
আরও পড়ুন, পঞ্চায়েত ভোটের আগে 'কল্পতরু' মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়