নিজস্ব প্রতিবেদন: ইয়াস মোকাবিলায় পশ্চিমবঙ্গের ১০ জেলায় নামল সেনা। নামানো হল ১৭ সাইক্লোন রিলিফ কলাম (Cyclone Relief Columns)। প্রস্তুত রাখা হয়েছে বাড়তি বাহিনী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Cyclone Yaas: সতর্ক কলকাতা পুলিস, আজ বন্ধ শহরের সমস্ত ফ্লাইওভার


জানা গিয়েছে, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, নদিয়া এবং দুই ২৪ পরগনায় নেমেছে সেনা। তাঁদের সঙ্গে রয়েছে গাছ কাটার অত্যাধুনিক মেশিন, ল্যাডার। ইয়াসের ফলে তৈরি হওয়া যেকোনও ধরনের পরিস্থিতি সামাল দিতে প্রস্তুত তাঁরা। 



আরও পড়ুন: অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপান্তরিত Yaas, ওড়িশা-পশ্চিমবঙ্গে জারি রেড এলার্ট


আজ সকাল ১০টা থেকে ১১টার মধ্যে আছড়ে পড়তে পারে ইয়াস। ল্যান্ডফলের সময় গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৩০-১৪০ কিলোমিটার। ইতিমধ্য়ে উপকূলবর্তী এলাকায় শুরু হয়ে গিয়েছে তাণ্ডব। এই অবস্থায় সতর্ক কলকাতা পুলিসও। ইতিমধ্যে শহরের সমস্ত ফ্লাইওভার বন্ধ করা হয়েছে কলকাতা ট্রাফিক পুলিস। বন্ধ করা হয়েছে শহরের ৯টি গুরুত্বপূর্ণ ফ্লাইওভার। এছাড়া বন্ধ করা হয়েছে কলকাতা ও দুর্গাপুর বিমানবন্দরও।