অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপান্তরিত Yaas, ওড়িশা-পশ্চিমবঙ্গে জারি রেড এলার্ট

বুধবার দুপুরে ওড়িশার চাঁদবালি থেকে ধামড়ার মধ্যে আছড়ে পড়বে Yaas

Updated By: May 26, 2021, 01:23 AM IST
 অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপান্তরিত Yaas, ওড়িশা-পশ্চিমবঙ্গে জারি রেড এলার্ট

নিজস্ব প্রতিবেদন: আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী ইতিমধ্যে প্রবল থেকে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ইয়াস। আগামীকাল দুপুরে ওড়িশার চাঁদবালি থেকে ধামড়ার মধ্যে কোথাও আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড়। ফলে ওড়িশা, পশ্চিমবঙ্গে উপকূল এলাকায় জারি হয়েছে রেড এলার্ট।

আরও পড়ুন: ইয়াস মোকাবিলায় প্রশাসনের বার্তায় ভরসা রাজীবের, তুঙ্গে জল্পনা

হাওয়া অফিস সূত্রে খবর, ল্যান্ডফলের সময় ঘূর্ণিঝড়ের গতিবেগ হবে ঘণ্টায় ১৬৫-১৫৫ কিলোমিটার। সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৮৫ কিলোমিটার। এই ঝড়ের ফলে কলকাতায় ঘণ্টায় ৬৫ থেকে ৭৫ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হওয়া। সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ৮৫ কিলোমিটার। বুধবার সকালে কোল্টাল এলাকা ছুঁয়ে যাবে এই ঘূর্ণিঝড়। এরপর দুপুরেই স্থলভাগে আছড়ে পড়বে। 

আরও পড়ুন: প্রতিটি ত্রাণ শিবির ঘুরে দেখা; অসুস্থদের পরামর্শ, সকাল থেকেই ব্যস্ত ডা খগেন মাহাত

ঘূর্ণিঝড়ের ফলে পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগনা, ঝাড়গ্রামে অতি ভারী বৃষ্টি হতে পারে। ঝড় হতে পারে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদেও। রাতেই নবান্নের কনট্রোল রুম থেকে নজরদারি করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

.