Santanu Sen: `NEET পাস না করেই ডাক্তারি পড়ছেন তৃণমূল সাংসদের মেয়ে`!
ডাক্তারিতে রাজ্যস্তরের জয়েন্ট এখন আর নেই। যাঁরা MBBS-এ ভর্তি হতে চান, তাঁদের সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষায় (NEET) বসতে হয়। সেই পরীক্ষায় পাস করলে, তবেই ডাক্তারি পড়ার সুযোগ পাওয়া যায়।
মৌমিতা চক্রবর্তী: মেয়ে ডাক্তারি পড়ছে। 'নেট পাস না করেই কীভাবে MBBS-এ ভর্তি হলেন'? তৃণমূল সাংসদ শান্তনু সেনকে নিশানা করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর অভিযোগ, '২০২০ সালে NEET পাস না করেই MBBS-এ ভর্তি হন তৃণমূলের রাজ্য সভাপতি সাংসদ শান্তনু সেনের মেয়ে সৌমিলি সেন'। এমনকী, ভর্তির ফর্মে সাংসদ হিসেবে বাবা যে ভাতা পান, সেকথাও নাকি উল্লেখ করেননি! সাংসদের প্রতিক্রিয়া পাওয়া যায়নি এখনও।
ব্যবধান মাত্র তিন দিনের। ২৪ নভেম্বর, বৃহস্পতিবার টেট দুর্নীতিতে শুভেন্দু অধিকারীকে নিশানা করেন শান্তনু সেন। টুইটারে তাঁর অভিযোগ, 'শিক্ষক পদে চাকরির প্রতিশ্রুতি দিয়ে ৩ জনের কাছে টাকা নিয়েছেন বিরোধী দলনেতা'! শুধু তাই নয়, আদালতে এ সংক্রান্ত হলফনামার কপিও তুলে ধরেন তৃণমূল সাংসদ।
এদিকে ডাক্তারিতে রাজ্যস্তরের জয়েন্ট এখন আর নেই। যাঁরা MBBS-এ ভর্তি হতে চান, তাঁদের সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষায় (NEET) বসতে হয়। সেই পরীক্ষায় পাস করলে, তবেই ডাক্তারি পড়ার সুযোগ পাওয়া যায়। রাজ্যসভার তৃণমূল সাংসদ শান্তনু সেন পেশায় চিকিৎসক। MBBS-এ ভর্তি হয়েছেন মেয়ে সৌমিলিও। কীভাবে? এদিন সাংসদ কন্যার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে টুইট করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
আরও পড়ুন: Train Cancelled: কুয়াশার কারণে বাতিল বহু ট্রেন, চরম বিপাকে দূরপাল্লার যাত্রীরা
এর আগে, মন্ত্রী অখিল গিরি ছেলের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন শুভেন্দু। জনসভায় বলেছিলেন, 'দেখতে পাচ্ছেন অখিলবাবু? আপনার পুত্র তো আপনার ঝাড়ের বাঁশ; সে আবার বড় নেতা, সে তো গ্র্যাজুয়েটও নয়, অথচ কাঁথি কলেজের সভাপতি’। কেন এমন মন্তব্য? আইনি নোটিশ পাঠিয়ে বিরোধী দলনেতার কাছে জবাব তলব করেছেন অখিলপুত্র সুপ্রকাশ গিরি। সঙ্গে হুঁশিয়ারি, '৭২ ঘণ্টার মধ্যে প্রমাণ দিতে পারলে ধরে নেওয়া হবে, ইচ্ছাকৃতভাবে মিথ্যা অভিযোগ এনে সুপ্রকাশের সম্মাহানির চেষ্টা করেছেন শুভেন্দু'!