ওয়েব ডেস্ক: ভোট দিতে গিয়ে ভোটার দেখলেন উনি 'মৃত'। নির্বাচন কমিশনের তালিকায় জীবিত ভোটারের নাম মৃতদের তালিকায়। বুথে ঢুকে অবাক ভোটার। নিজের পরিবারের সবার নাম তালিকায় আছে, অথচ তাঁর নামই চলে গিয়েছে মৃতদের তালিকায়। "মে দেখা, মেরা নাম ডেড লিখা হুয়া হে", বুথের ভিতর ঢুকে এই দৃশ্য দেখে হতভম্ব ভবানীপুরের ভোটার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পৃথিবী সুন দাস দক্ষিণ কলকাতার ভবানীপুরের বাসিন্দা। দীর্ঘ দিন ধরেই ভবানীপুরে রয়েছেন তিনি আর তাঁর পরিবার। লোকসভা ভোট, পুরসভার ভোটেও ভোট দিয়েছেন, গণ্ডগোল বাধল বিধানসভাতেই।


উল্লেখ্য, ভাবানীপুর বিধানসভা কেন্দ্র নজরকাড়া কেন্দ্রগুলোর একটি। এখানে ভোটে প্রতিদ্বন্দ্বীতা করছেন তৃণমূল সুপ্রিম তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে রয়েছেন কংগ্রেস-বাম জোট প্রার্থী দীপা দাশমুন্সি। ভোটের লাড়াইয়ে বিজেপির হয়ে লড়ছেন চন্দ্র বসুও।


ভবানীপুরে 'মৃত' ভোটারের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যান দীপা দাশমুন্সি। পরিস্থিতির কথা জানান পোলিং এজেন্টদের।