নিজস্ব প্রতিবেদন : এক আসামীর দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল ওয়াটগঞ্জে। খুনের দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওই আসামীর দেহ উদ্ধার হয় আজ সন্ধ্যায়। দেহ উদ্ধারের ঘটনায় দানা বেঁধেছে রহস্য। আত্মহত্যা না খুন? ধন্দে পুলিস। সবদিক খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে ওয়াটগঞ্জ থানার পুলিস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রসঙ্গত, ২২ বছর আগে ১৯৯৮ সালে ওয়াটগঞ্জ থানা এলাকায় এক ব্যক্তি খুন হন। খুনের ঘটনায় মৃতের দুই ভাগ্নে ও তাদের দুই বন্ধু, মোট ৪ জনকে গ্রেফতার করে পুলিস। বিচারে ধৃতদের দোষ প্রমাণিত হয়। দোষী সাব্যস্ত ৪ জনের প্রত্যেকেরই যাবজ্জীবন হয়। এদেরই মধ্যে একজন ছিল অশোক। আজ তারই দেহ উদ্ধার হয়েছে।


পুলিস সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি পেরোলে বাড়ি এসেছিল অশোক। এরইমধ্যে আজ বিশ্বকর্মা পুজোর দিন সন্ধ্যায় উদ্ধার হল দেহ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে ওয়াটগঞ্জ থানার পুলিস।


আরও পড়ুন, করোনায় মূর্তি ক্রাইসিস, ভোর রাতে মণ্ডপ থেকে চুরি গেল বাহন সমেত বিশ্বকর্মা!