Dearness Allowance: DA মামলায় ব্যাকফুটে রাজ্য, ৩ মাসের মধ্যে বকেয়া মেটাতে কড়া নির্দেশ
হাইকোর্টের স্পষ্ট কথা, `DA বা মহার্ঘভাতা আইনি অধিকার, মৌলিক অধিকার।`
নিজস্ব প্রতিবেদন : ডিএ মামলায় রাজ্যের আর্জি খারিজ। স্যাটের রায় বহাল রাখল ডিভিশন বেঞ্চ। ৩ মাসের মধ্যে বকেয়া ডিএ মেটানোর নির্দেশ দিল আদালত। কেন্দ্রীয় হারে DA মেটাতেই নির্দেশ। হাইকোর্টের স্পষ্ট কথা, "ডিএ বা মহার্ঘভাতা আইনি অধিকার, মৌলিক অধিকার।"
শুক্রবার DA মামলার রায় ঘোষণা করে ডিভিশন বেঞ্চ বলে, "DA হচ্ছে মৌলিক অধিকার। সরকারের যারা মূল শক্তি, তাঁদের দাবিকে এভাবে অস্বীকার করা যায় না। তাঁদের DA অস্বীকার করলে, সেটা ডিমোরালাইজ করা হবে। স্যাট যথাযথ রায় দিয়েছিল।" ২০০৯-এর জুলাই মাস থেকে বকেয়া DA দিতে নির্দেশ। যা নিঃসন্দেহে চাপ তৈরি করবে রাজ্যের উপর।
সপ্তম বেতন কমিশন লাগু হওয়ার পর কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের প্রাপ্য মোট মহার্ঘভাতা ৩৪ শতাংশ। ওদিকে ষষ্ঠ বেতন কমিশন দীর্ঘ টালবাহানার শেষে লাগু হওয়ার পর রাজ্য সরকারি কর্মচারীদের প্রাপ্ত মহার্ঘভাতা ৩ শতাংশ। অর্থাৎ রাজ্য সরকারি কর্মচারীদের মোট বকেয়ার পরিমাণ ৩১ শতাংশ। টাকার অঙ্কে যার পরিমাণ ২৩ হাজার কোটি টাকা।
জানা যাচ্ছে, আদালতে রাজ্য জানায় যে, রাজ্যের তহবিল কার্যত শূন্য। টাকা নেই। আর সেই কারণেই উঁচু হারে DA দেওয়া যাচ্ছে না। কিন্তু রাজ্যের এই যুক্তি গ্রাহ্য করেনি ডিভিশন বেঞ্চ। বলাই বাহুল্য, হাইকোর্টের আজকের রায় নিঃসন্দেহে চাপ বাড়াল রাজ্য সরকারের উপর। কারণ রাজ্যের ভাঁড়ারে টান। বিভিন্ন প্রকল্পের খরচ চালাতেই হিমশিম খেতে হচ্ছে বলে নবান্ন সূত্রে খবর।
আরও পড়ুন, Paresh Adhikari, SSC: বয়ানে 'অসঙ্গতি', SSC মামলায় পরেশ অধিকারীকে ফের তলব, সকালেই CBI দফতরে মন্ত্রী