প্রবীর চক্রবর্তী: পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল ছাড়লেন? দলের যুব শাখার নয়া কমিটি ঘোষণার পর ফেসবুকে পোস্টে জল্পনা উসকে দিলেন দেবাংশু ভট্টাচার্য। সেই পোস্ট আবার মুছেও দিলেন তিনি। বদলে পোস্ট করলেন  ইমোজি! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ঘটনাটি ঠিক কী? দলে নেতামন্ত্রীদের ছেলে-মেয়েদেরই অগ্রাধিকার! এদিন রাজ্য যুব তৃণমূলের নয়া কমিটি ঘোষণা করা হল। কারা থাকছেন কমিটিতে? তালিকায় নাম রয়েছেন ৪৭ জনের। সভানেত্রী, সায়নী ঘোষ। যুব তৃণমূলে নয়া কমিটি জায়গা পেয়েছেন অতীন ঘোষের মেয়ে প্রিয়দর্শিনী ঘোষ, প্রয়াত সাধন পাণ্ডের মেয়ে শ্রেয়া পাণ্ডে, এমনকী, বামনেতা ক্ষিতি গোস্বামীর মেয়ের বসুন্ধরা গোস্বামীও! সঙ্গে মন্ত্রী শশী পাঁজার মেয়ে পূজা, চন্দ্রিমা ভট্টাচার্যের ছেলে সৌরভ, শঙ্কর সিংয়ের ছেলে শুভঙ্কর, সঞ্জয় বকশির ছেলে সৌম্য বকশি, শোভনদেবের পুত্র সায়নদেব। অথচ কমিটি থেকে বাদ যুব তৃণমূলের দু'বারের সাধারণ সম্পাদক দেবাংশু ভট্টাচার্য! 


আরও পড়ুন: ED in Calcutta HC: টাকা নিয়ে অনুমোদন ল-ফার্মাসি কলেজকেও! পার্থর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ ইডির


ফেসবুকে দেবাংশুর পোস্ট, ‘লেফ্ট জব অ্যাট অল ইন্ডিয়া তৃণমূল ইউথ কংগ্রেস’। যার বাংলা তর্জমা, 'যুব তৃণমূল কংগ্রেসের দায়িত্ব ছাড়লাম'! ততক্ষণে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। পোস্টের নিচে একে এক কমেন্ট আসছে। শেষপর্যন্ত নিজের পোস্টটি মুছে দেন দেবাংশু। এরপরই কালো ব্যাকগ্রাউন্ডে পোস্ট করলেন মন খারাপের ইমোজি। 



 



তাহলে কি এবার তৃণমূল ছাড়বেন? জি ২৪ ঘণ্টাকে দেবাংশু ভট্টাচার্য বললেন, 'আমি তো সংগঠনেই ছিলাম না। দল আমাকে মুখপাত্র করেছে, এক বছরের মধ্যে যুবের সাধারণ সম্পাদক করেছে। এখন দলের মনে হয়েছে, যুবতে নতুন ছেলেমেয়ের দরকার। দল সেইমতো সিদ্ধান্ত নিয়েছে'। তাঁর আরও বক্তব্য, 'দলের কর্মী হিসেবে মানুষের ভালোবাসা পেয়েছি, শীর্ষনেতাদের আর্শীবাদ পেয়েছি, সেটাই অনেক'। একুশের বিধানসভা ভোটে তৃণমূলের স্লোগান ছিল 'খেলা হবে'। সেই স্লোগানের স্রষ্টা ছিলেন দলের এই যুবনেতাই।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)