Debangshu Bhattacharya | Ram Navami: `দুর্গাপুজোর বিসর্জন মিছিল থেকে দাঙ্গা ছড়ায় কখনও শুনেছেন?`
Debangshu Bhattacharya verdict on Ramnabami: রামনবমী ঘিরে ফের উত্তাল রাজ্য রাজনীতি। হাওড়ার শোভাযাত্রার রণক্ষেত্রের চেহারা নেওয়া থেকেই যার সূত্রপাত। ফের বেঁধে গেল তৃণমূল-বিজেপি কাজিয়া! আর চুপ থাকলেন না দেবাংশু। শুক্রবার বিস্ফোরক পোস্ট করলেন তিনি।
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: রামনবমীর (Ram Navami) বিরাট শোভাযাত্রাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল হাওড়ার (Howrah) শিবপুরের কাজিপাড়া এলাকা। দুষ্কৃতীদের বিরুদ্ধে দোকনপাট ভাঙচুর, গাড়িতে আগুন লাগানো ও মিছিল লক্ষ্য করে পাথর ছোড়ার মতো গুরুতর অভিযোগও রয়েছে। ঘটনাস্থলে বিশাল পুলিস বাহিনী গিয়েই পরিস্থিতি সামাল দেয়। বিজেপি-র (BJP) ইন্ধনেই এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ তৃণমূলের (TMC)। তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন (Derek O'Brien) তাঁর ট্য়ুইটারে যে ভিডিয়ো শেয়ার করেছেন, সেখানে দেখা যাচ্ছে যে, রামনবমীর মিছিলে বন্দুক, তরোয়াল ও চপারও দেখা গিয়েছে। তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্যও (Debangshu Bhattacharya) আর চুপ করে থাকলেন না। বেছে নিলেন তাঁর প্রতিবাদের প্রিয় মঞ্চ-ফেসবুক। সেখানেই যা বলার তিনি বললেন।