নিজস্ব প্রতিবেদন : আদালতে দেবশ্রী রায় (Debashree Roy)। শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee) এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় (Baisakhi Banerjee) বিরুদ্ধে মানহানি মামলা করতেই আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। বৈশাখী বন্দ্যোপাধ্যায় এবং শোভন চট্টোপাধ্যায় তাঁর বিরুদ্ধে প্রকাশ্যে এমন কথা বলেছেন, যাতে তাঁর ভাবমূর্তি নষ্ট হয়েছে। অভিযোগ করেছেন অভিনেত্রী। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শনিবার সকালে আলিপুর আদালতে আসেন বিধায়ক তথা অভিনেত্রী দেবশ্রী রায় (Debashree Roy)। তিনি দাবি করেন, বৈশাখী বন্দ্যোপাধ্যায় (Baisakhi Banerjee) তাঁকে ব্যক্তিগত আক্রমণ করেছেন। অনেকদিন ধরেই এমন কথা বলছেন। সহ্যের বাঁধ ভেঙে গিয়েছে তাঁর। মানুষের মনে তাঁর ভাবমূর্তি বদলে দেওয়ার প্রচেষ্টা করছেন শোভন-বৈশাখী। বলেন, "আমি যথেষ্ট জনপ্রিয়। আমার ইতিহাস তাঁদের হয়তো জানা নেই! মনে হয় ভয় পেয়েছেন।" বিধায়ক তথা অভিনেত্রীকে প্রশ্ন করা হয়েছিল, "হঠাৎ এমন কি হল, যে বন্ধু শোভনের (Sovan Chatterjee) বিরুদ্ধে তিনি আদালতে এলেন?"


উত্তরে দেবশ্রী রায় (Debashree Roy) জানান, "শুধু শোভন নয়, তাঁর পরিবার আমার ভাল বন্ধু। ওদের পরিবারের সবাই আমাকে ভালবাসে। কিন্তু শোভন চ্যাটার্জি (Sovan Chatterjee) এটাও বলেছে আমি নাকি ওদের পরিবারের ঢুকে ষড়যন্ত্র করেছি। আমি পাল্টা প্রশ্ন করতে পারি, যে পরিবারকে আপন করতে পারে না, যে সন্তানকে, স্ত্রীকে আপন করতে পারে না, সে কি করে জননেতা বা জনপ্রিয় নেতা হতে পারে!"


আরও পড়ুন, Live: এবার ভোটে মমতাকে 'টাটা' করে দিন, সাহাপুরে 'সহভোজে' তীব্র আক্রমণ নাড্ডার