নিজস্ব প্রতিবেদন:  এনআরএস হাসপাতালে ফের  নার্সদের বিক্ষোভ। বৃহস্পতিবার সকাল থেকেই নার্সিং হস্টেলে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা। ক্লাস বয়কট করেছেন প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের ছাত্রীরাও।  তাঁদের দাবি,  অভিযুক্ত ৫ জনের ওপর থেকে শাস্তিমূলক ব্যবস্থা প্রত্যাহার করতে হবে। হাসপাতাল চত্বর কুকুর-বিড়ালমুক্ত করতে হবে।  জামিন পাওয়া অভিযুক্ত দুই ছাত্রীর এদিন টিআই প্যারেড হবে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


২০০০ টাকা রেজিস্টার  সিওরিটি ও ২০০০ টাকা লোকাল সিওরিটি দিয়ে বুধবার আদালত থেকে  জামিন পায় দুই ছাত্রী মৌটুসি মণ্ডল ও সোমা বর্মণ। তবে বুধবার রাতে জেল থেকে ছাড়া পায় না তারা।  ২ ছাত্রীর উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ক্লাস করতে পারবে না ওই ২ ছাত্রী।  কলেজে ঢোকার ক্ষেত্রেও আরোপ করা হয়েছে নিষেধাজ্ঞা।


ওই ২ ছাত্রীর পাশাপাশি, তদন্ত কমিটির আতস কাচের তলায় রয়েছে আরও ৩ ছাত্রী। প্রিয়াঙ্কা দাস, সবিলা খাতুন ও দীপা ঘোষ নামে এই ৩ পড়ুয়া-ই তৃতীয় বর্ষের নার্সিং ছাত্রী। এনআরএস সূত্রে জানা গিয়েছে, বাকি এই ৩ ছাত্রীর বিরুদ্ধেও ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ।