নিজস্ব প্রতিবেদন: কলকাতা পুরসভায় শোভন চট্টোপাধ্যায়ের ছেড়ে যাওয়া চেয়ারে বসার দৌড়ে এগিয়ে রয়েছেন ফিরহাদ। তবে জোর জল্পনা, ডেপুটি মেয়র পদ থেকে সরতে চলেছেন ইকবাল আহমেদ। তাঁর জায়গায় আসতে চলেছেন অতীন ঘোষ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কলকাতা পুরসভায় নতুন মেয়র নির্বাচন ঘিরে এখন জল্পনা। কে অলঙ্কিত করবেন মেয়রের পদ? পুরনিগম আইন বদলাতে বৃহস্পতিবার বিধানসভায় আনা হচ্ছে সংশোধনী। বর্তমানে কাউন্সিলর নন, এমন কেউ মেয়র হতে চলেছেন বলে আগেই খবর করেছে জি ২৪ ঘণ্টা ডিজিটাল। তৃণমূল সূত্রে খবর, নতুন মেয়র হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ ফিরহাদ হাকিমের নাম প্রায় চূড়ান্ত। কিন্তু মেয়রের নাম ঘিরে জল্পনার মধ্যেই ডেপুটি মেয়র পদ নিয়ে নতুন জল্পনা ভেসে উঠল। শোনা যাচ্ছে, সরতে চলেছেন ডেপুটি মেয়র ইকবাল আহমেদ। তাঁর স্থলাভিষিক্ত হতে পারেন মেয়র পারিষদ অতীন ঘোষ। 


মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত আস্থাভাজন ছিলেন শোভন। ১৯৮৫ সালে তিনি কাউন্সিলর হন। পুরসভা নিয়ে তাঁর মতো অভিজ্ঞতা অনেক কম লোকেরই রয়েছে। তাঁর আমলে কলকাতা পুরসভার বহু উন্নয়নমূলক কাজ হয়েছে। ২০১৫ সালে পুরনির্বাচনেও সুফল পেয়েছে তৃণমূল।  সেক্ষেত্রে শোভনের পরিবর্তে কোনও দক্ষ লোককেই মেয়র করতে চান মুখ্যমন্ত্রী।


বর্তমান কাউন্সিলরদের কাউকে নয়, হেভিওয়েট কাউকেই মেয়র করতে চান মুখ্যমন্ত্রী। মঙ্গলবারই ফিরহাদ হাকিমকে ইঙ্গিত দিয়ে রেখেছেন  বলে সূত্রের খবর।  গত ৬ মাসে খলিল আহমেদকে পুরসভার বিভিন্ন কাজ ফিরহাদ হাকিমের পরামর্শ  নিয়ে করার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ফিরহাদ হাকিম  দীর্ঘদিন কাউন্সিলর হিসেবে কাজ করেছেন। সেই অভিজ্ঞতাকে কাজে লাগাতে চান মুখ্যমন্ত্রী। সেক্ষেত্রে পুরনিগম আইনে  পরিবর্তন আনতে চলেছে  রাজ্য সরকার।        


 আরও পড়ুন- ''বৈশাখী নন, অভিষেকের কারণেই মন্ত্রিত্ব ছেড়েছেন শোভন''