যক্ষা, ক্যানসারে মৃত্যুকেও রাজনৈতিক হত্যা বলে চালাচ্ছে BJP, শাহকে পাল্টা TMC-র
রাষ্ট্রপতি শাসন জারির যে দাবি করছেন, তা অসঙ্গত নয়, বলেন অমিত শাহ।
নিজস্ব প্রতিবেদন: বাংলায় আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন অমিত শাহ। বিরোধীদের কর্মীদের হত্যার অভিযোগও করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগের পাল্টা দিল তৃণমূল। দলের জাতীয় মুখপাত্র ডেরেক ও'ব্রায়েন বলেন,''উত্তরপ্রদেশ ও গুজরাটের দিকে নজর দেওয়া উচিত অমিত শাহের।''
টুইটারে বিবৃতি দিয়ে ডেরেক জানিয়েছেন, অমিত শাহের স্বাস্থ্য নিয়ে গুজব ছড়ানো হয়েছে। ওঁর সুস্থতা কামনা করি। এখন রাজনৈতিক খুন নিয়ে ওঁর উদ্দেশ্য স্পষ্ট, মৃতের সংখ্যা বাড়াতে মরিয়া হয়ে উঠেছেন। টিবি, ক্যানসার মৃত্যুকেও রাজনৈতিক হত্যা বলে চালাতে চাইছে বিজেপি। বাংলায় বিজেপি কর্মীদের মৃত্যুর ঘটনায় গোষ্ঠীদ্বন্দ্ব দায়ী বলেও ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন তৃণমূল নেতা। তাঁর কথায়,''কেন প্রথম গোষ্ঠীদ্বন্দ্বে বিভক্ত বঙ্গ বিজেপির উদ্দেশে বার্তা দিচ্ছেন না? সিপিএম জমানায় বাংলার ইতিহাস ওঁর পড়া উচিত। শান্তি ও সম্প্রীতি রক্ষায় দায়বদ্ধ তৃণমূল। উত্তরপ্রদেশ ও গুজরাটে নজর দেওয়া উচিত অমিত শাহের। রাজনৈতিক হত্যার মতো বিষয় তো আবার অমিত শাহ ভালোই বোঝেন।''
এ দিন অমিত শাহ একটি সর্বভারতীয় চ্যানেলে বলেছেন, ''বাংলায় আইনের শাসন নেই। জেলায় জেলায় বোমা তৈরির কারখানা গড়ে উঠেছে। বাড়ছে অনুপ্রবেশ। পরিস্থিতি খুব খারাপ। বিরোধীদের হত্যা ও মিথ্যা মামলা করা হচ্ছে। ভারতের আর কোনও রাজ্যে এমনটা নেই। একটা সময়ে কেরলে এসব হত। সেখানেও নিয়ন্ত্রণে এসেছে পরিস্থিতি। বিজেপি নেতারা রাষ্ট্রপতি শাসন জারির যে দাবি করছেন, তা অসঙ্গত নয়।''
আরও পড়ুন- অশনিসংকেত! উৎসবের আগে বাংলায় সর্বাধিক দৈনিক কোভিড আক্রান্ত